Breaking News: প্রাক্তন প্রধানমন্ত্রীর ১০ বছরের জেল! গোটা পাকিস্তান জুড়ে ফুঁসছেন ইমরান খানের সমর্থকরা

শুধুমাত্র জেলের সাজাই নয়, একটানা ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করল পাকিস্তানের আদালত। 

Sahely Sen | Published : Jan 30, 2024 7:44 AM IST / Updated: Jan 30 2024, 01:33 PM IST

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ১০ বছরের জেলের সাজা দিল সেই দেশের আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তবে, শুধু ইমরান খানই নন, এই মামলায় পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

-

মঙ্গলবার এই সাজা ঘোষণা করার পরেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ইমরান খানের দল PTI বা পাকিস্তান তেহরিক ই ইনসাফের কর্মী-সমর্থকদের মধ্যে । দেশ জুড়ে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shahbaz Sharif)  বিরুদ্ধে রাগে ফুঁসছেন PTI সমর্থকরা। 

-

পাকিস্তানের (Pakistan) রাজধানী ইসলামাবাদের (Islamabad) বিশেষ আদালত মঙ্গলবার তথাকথিত সাইফার মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর ১০ বছরের জেল হাজতের কথা ঘোষণা করেছে, এই মামলা একটি কূটনৈতিক শৃঙ্খলের সঙ্গে সম্পর্কিত।

_

উল্লেখ্য, এই মামলাটির সম্পর্কেই ইমরান খান দাবি করেছিলেন যে, মিথ্যেভাবে ফাঁসিয়ে তাঁকে পাকিস্তানের মসনদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা পুরোপুরি তাঁর বিরুদ্ধে একটি বিরাট ষড়যন্ত্র করা হয়েছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!