পাকিস্তানে ভাগ্যের চাকা ঘুরে গেল ভারতের অঞ্জুর! জমি , হাজার হাজার টাকার সঙ্গে চাকরির প্রস্তাব তাঁকে

আব্বাসি আরও বলেছেন, তাঁর কোম্পানির বোর্ড অঞ্জুকে একটি বাড়ি তৈরির জন্য ২৭২ বর্গফুটপ্লট দেোয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে চাকরির প্রস্তাবও দেওয়া হবে।

 

পাকিস্তানে গিয়ে কি কপাল খুলে গেল ভারতের অঞ্জুর? উঠতে শুরু করেছে সেই প্রশ্নই। কারণ এক পাকিস্তানি ব্যবসায়ী অঞ্জুকে জমি, উপহার দিয়েছে। শুধু তাই নয়, তাঁকে চাকরিরও প্রস্তাব দিয়েছেন। সম্প্রতি ভারত থেকে পাকিস্তানে গিয়ে অঞ্জু তাঁর ফেসবুক বন্ধু নাসরুল্লাহকে বিয়ে করেছে। নিজের ধর্ম পরিবর্তন করে ফতিমা নাম নিয়ে নতুন করে সংসার পেতেছেন ভারতের অঞ্জু। পাকিস্তানের একটি সংস্থা পাক স্টার গ্রুফ অব কোম্পানিজের সিইও মহসিন খান আব্বাসি বলেছেন, তিনি চান ভারতের অঞ্জু যে পাকিস্তানে কোনও সমস্যার মধ্যে না পড়ে। পাকিস্তানকেই নিজের দেশ মনে করে। সেই কারণেই তিনি এগিয়ে এসেছেন।

আব্বাসি আরও বলেছেন, তাঁর কোম্পানির বোর্ড অঞ্জুকে একটি বাড়ি তৈরির জন্য ২৭২ বর্গফুটপ্লট দেোয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে তার নথি সংক্রান্ত অইনি প্রক্রিয়া শেষ হয়ে পাক স্টার গ্রুপ অঞ্জুকে রিয়েল এস্টেটে চাকরির প্রস্তাব দেবে বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের এক সাংবাদিক জানিয়েছেন আব্বাসি অঞ্জুকে ৫০ হাজার পাকিস্তানের টাকা ও অন্যান্য উপহার প্রদান করেছেন।

Latest Videos

পাক স্টার সংস্থার প্রধান আব্বাসির একটি দুই মিনিটের ভিডিও শেয়ার হয়েছে। টুইটারেও লেখালিখি হয়েছে বিষয়টি নিয়ে। সেখানেই বলা হয়েছে অঞ্জু ইসলামাবাদের ব্যবসায়ী আবস্সির থেকে বাড়ি তৈরির জন্য জমি পেয়েছেন। তাঁকে ৫০ হাজার টাকার চেকও দেওয়া হয়েছে। অঞ্জু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ও বন্ধু নাসরুল্লাহকে বিয়ে করেছেন। সেই কারণেই তাঁকে এজাতীয় উপহার দেওয়া হয়েছে। ভিডিওতে আব্বাসি নিজেই অঞ্জুকে জমি দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, নতুন জায়গায় থাকার সমস্য একটা বড় সমস্যা। সেই কারণেই অঞ্জুকে প্লট দেওয়ার সিদ্ধান্ত তাঁর সংস্থা নিয়েছেন। তিনি পাকিস্তানের সরকার আর পাকিস্তানের নাগরিকদের অঞ্জু আর নাসরুল্লাহের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। বলেছেন এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে অঞ্জু মনে করেন পাকিস্তানই তাঁর আসল বাড়ি- জন্মভূমি।

যদিও আগেই অঞজুর ভারতে থাকা মেয়ে তাঁকে আর মায়ের স্বীকৃতি দিতে রাজি নয়। এবার অঞ্জুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাঁর বাবাও। গ্রামের বাসিন্দারাও জানিয়েছে, অঞ্জুকে আর কোনও দিনই গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না। অঞ্জুর সঙ্গ যোগাযোগ রাখলেও তাঁকে গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছে।

অঞ্জু গত মঙ্গলবার (২৫ জুলাই) পাকিস্তানের প্রত্যন্ত গ্রামে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। নাম পরিবর্তন করে বর্তমানে ফতিমা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ার বন্ধুকে বিয়ে করেছেন। ৩৪ বছরের ভারতীয় মহিলা অঞ্জু বর্তমানে খাইবার পাখতুলখোয়ার আপার দির জেলায় রয়েছেন। সেখানেই তাঁর ২৯ বছরের প্রেমিক তথা পাকিস্তানের বাসিন্দা নাসুরুল্লাহর বাড়ি। একই বাড়িতে রয়েছেন তিনি। ২০১৯সাল থেকেই ফেসবুক তাদের যোগাযোগের মাধ্যমে। সেই দিনই পাকিস্তান প্রশাসন জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে স্থানীয় একটি জেলা দায়রা জজ আদালতে রেজিস্ট্রি বিয়েও করেন তাঁরা। জেলা প্রশাসন জানিয়েছে, 'নাসরুল্লাহ ও অঞ্জুর বিয়ে সম্পন্ন হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তাদের নিকাহ হয়।' জেলা প্রশাসন আরও জানিয়েছে, ভারতীয় মহিলাকে কড়া নিরাপত্তায় আদালত থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তাঁর নিরাপত্তা সুনিশ্চত করা হয়েছে । জেলা প্রশাসন আরও জানিয়েছে, তারা দুজনেই স্বেচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। কেউ কোনও জোরাজুরি করেনি।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি