উপমহাদেশীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা, ভারতের সঙ্গে ফের যুদ্ধ বাঁধতে পারে পাকিস্তানের! শঙ্কা মন্ত্রীর

Published : Nov 20, 2025, 08:30 AM IST

Pakistan War Alerts: ভারতের সঙ্গে ফের যুদ্ধ বাঁধতে পারে পাকিস্তানের! এক পাক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাতকারে এমনটাই শঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ভারতের সঙ্গে ফের যুদ্ধের আশঙ্কা পাকিস্তানের

দিল্লি বিস্ফোরণকাণ্ড। ১০ জনের মৃত্যু। নেপথ্যে পাক নাশকতার ছক? এইসবের মধ্যে এবার ফের যুদ্ধের অশনি সঙ্কেত দেখছে পাকিস্তান। ভারতের সঙ্গে আবার অপারেশন সিঁদুরের ধাঁচে যুদ্ধ বাঁধতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। শুধু তাই নয়, এর জন্য পাকিস্তানকে সতর্ক থাকতেও বলা হয়েছে। কারণ, যেকোনও সময় আক্রমণ করতে পারে ভারত। 

25
ভারত ইস্যুতে সতর্ক ইসলামাবাদ

এই বিষয়ে মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ পাক সংবাদ মাধ্যম ‘Samaa TV’-র কাছে সাক্ষাতকারে তিনি দাবি করে বলেন যে, ‘’ভারতের সঙ্গে সম্পর্কের ক্রমাবনতির কারণে আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না। আমরা ভারতকে কোনও অবস্থাতেই উপেক্ষা করছি না, আবার বিশ্বাসও করছি না। আমার বিশ্লেষণ অনুযায়ী, ভারত থেকে সর্বাত্মক যুদ্ধ বা শত্রুতামূলক কোনও কৌশলের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না—এর মধ্যে সীমান্ত অনুপ্রবেশ বা (সম্ভাব্যভাবে আফগান মোর্চা থেকে) হামলাও থাকতে পারে। আমাদের সর্বদা সম্পূর্ণ সতর্ক থাকতে হবে।”

35
ভারত-পাক সম্পর্ক জটিল হচ্ছে আরও

আসিফ আবারও সতর্ক করে বলেন, ‘’ভারত সরাসরি হস্তক্ষেপ করতে পারে, এবং তাই যে কোনও পরিস্থিতির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে।'' তাঁর দাবি, ইসলামাবাদ এখন এক ধরনের “দুই-মুখী হুমকির” মুখোমুখি। ভারত নাকি আফগানিস্তানকে পাকিস্তানের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের জন্য 'প্রক্সি' হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ আসিফের। তিনি বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে দাবিও করেছেন।

45
সাক্ষাৎকারে কী বলেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী?

মঙ্গলবার ওই সাক্ষাৎকারে পাক মন্ত্রী ভারতের সঙ্গে সঙ্ঘাতের সম্ভাবনার কথা তুলে ধরে আরও বলেন যে- 

55
কেন এই উত্তেজনা?

গত ১১ নভেম্বর দিল্লির লালকেল্লা চত্বরের সামনে বিস্ফোরণের ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে এক পাকিস্তানের নেতা চৌধুরী আনোয়ারুল হককে যে-''তোমরা যত বালোচিস্তানে রক্তপাত করবে ততই আমরা আঘাত হানব লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত।'' আর এই ভিডিয়ো ভাইরাল হতেই পাল্টা ভারতের সঙ্গে সঙ্ঘাতের আশঙ্কায় ভুগছে পাকিস্তান।   

Read more Photos on
click me!

Recommended Stories