'ভারতের নাটক!' পহেলগাঁও হামলার দায় ঝাড়তে ৩৬০ ডিগ্রি পাল্টি খেল লস্কর-ই-তৈবার মাথা সইফুল্লা খালিদ

Published : Apr 24, 2025, 12:27 PM IST

Saifullah Khalid's Reaction: পেহলগাঁও হামলার পরপরই জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল লস্কই -ই -তৈবার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআইরএফ। কিন্তু ভারতের কঠোর পদক্ষেপের পরই পাল্টি খেল লস্কর। 

PREV
110
পাল্টি খেল লস্কর

পেহলগাঁও হামলার পরপরই জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল লস্কই -ই -তৈবার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআইরএফ। কিন্তু ভারতের কঠোর পদক্ষেপের পরই পাল্টি খেল লস্কর।

210
লস্কর প্রধানের উল্টো মত

২২ এপ্রিল জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। যারমধ্যে অধিকাংশই পর্যটক। এই ঘটনার দিন পরে সম্পূর্ণ উল্টো কথা বললেন লস্কর-ই-তৈবা প্রধান সইফুল্লা খালিদ ওরফবে সইফুল্লা কাসুরি।

310
সইফুল্লা খালিদের মত

পহেলগাঁও জঙ্গি হামলার দায় পুরোপুরি উড়িয়ে দিলেন লস্কর প্রধান সইফুল্লা খালিদ। জানিয়েছেন, 'সব ভারতের নাটক।'

410
পাকিস্তানের পাশে খালিদ

খালিদ আরও বলেছেন, ভারত নিজেরাই এই হামলা চালিয়েছে। পাশাপাশি তাঁর দাবি ভারত পাকিস্তানের সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।

510
সোশ্যাল মিডিয়ায় ভিডিও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টে সইফুল্লা কাসুরি পহেলগাঁও হামলার দায় ঝেড়ে ফেলেছেন। পাশাপাশি পাকিস্তানও যে দোষা নন তাও স্পষ্ট করে দিয়েছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

610
কেই সইফুল্লা কাসুরি-

পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর - ই - তৈবা-র মাথা। মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকাতেও তার নাম রয়েছে। ভারত বিরোধী বক্তব্য় রাখায় পাকিস্তানে জনপ্রিয় সইফুল্লা। আগেও একাধিকবার ভারত বিরোধী বক্তব্য পেশ করেছে।

710
গোয়েন্দা সূত্র

ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর পহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড সইফুল্লা। তার নির্দেশে বৈসরন উপত্যকায় পাঁচ থেকে ছয় জন জঙ্গি হামলা ভরদুপুরবেলায় হামলা চালিয়েছিল। গোটা ঘটনার পরিকল্পনাও পাকিস্তানে বসে তিনি করেছিলেন।

810
পাক সেনার সঙ্গে যোগ

পহেলগাঁও হামলার মাস দুই আগে পাকিস্তানের পঞ্জাবের কাঙ্গলপুরে তাঁকে দেখা গিয়েছিল। সেখানে পাক সেনার একটি বড় ব্যাটেলিয়ন ছিল। ওই ব্যাটেলিয়নে বক্তৃতা করার জন্য সইফুল্লাকে ডেকেছিলেন পাক সেনার কর্নেল জ়াহিদ জ়ারিন। সেনাকর্মীদের মনোবল বৃদ্ধি করতেই নাকি তাঁকে ডাকা হয়েছিল।

910
ভারতীয় সেনার বিরোধিতা

পাকিস্তানের সেনা বাহিনীতে দেওয়া ভাষণের অধিকাংশ জুড়েই ছিল ভারত বিরোধীতা। ভারতীয় সেনা বাহিনীর ওপর হামলার পরামর্শ দিয়েছিল। কাশ্মীর দখলের হুমকিও ছিল।

1010
লস্কর সহযোগী সংগঠন

লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর সাথে যুক্ত রেজিস্ট্যান্স ফ্রন্ট ( টিআরএফ ) ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করেছিল বলে সেনা বাহিনীর দাবি। এই সংগঠনকে ২০২৩ সালেই নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার।

click me!

Recommended Stories