India Pakistan News: ব্রহ্মপুত্র নদীর জল আটকে দিন! বেকায়দায় পড়ে চিনের কাছে আবেদন পাকিস্তানের?

Published : Apr 29, 2025, 03:41 PM ISTUpdated : Apr 29, 2025, 06:23 PM IST

India Pakistan News: সিন্ধু নদীর জল বন্ধ করার প্রতিশোধ হিসেবে, ভারতে ব্রহ্মপুত্র নদীর জলপ্রবাহ বন্ধ করার জন্য চিনের কাছে পাকিস্তান আবেদন জানিয়েছে বলে খবর।

PREV
110
সিন্ধু নদীর জল বন্ধ করেছে ভারত

এবার ভারতে ব্রহ্মপুত্রের জল বন্ধ করার জন্য চিনের কাছে আবেদন জানিয়েছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে। 

210
সিন্ধু নদীর জল বন্ধ করেছে ভারত

নিষিদ্ধ লস্কর-ই-তৈবার সহযোগী রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। আর এই হামলার পর ভারত,পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে (India Pakistan Relation)।

410
পাকিস্তানের জনগণের জীবিকা নির্ভর করে সিন্ধু নদীর উপর

তাই ভারতের এই পদক্ষেপে পাকিস্তান রীতিমতো হতবাক। ভারত যদি সিন্ধু নদীর জল বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তানে তাৎক্ষণিকভাবে কোন প্রভাব পড়বে না। তবে কয়েক মাস পর থেকে কৃষিকাজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এমনকি, বন্যা এবং খরাও হতে পারে (India Pakistan latest news)।

510
এই কারণেই বিলাওয়াল ভুট্টোর মতো রাজনৈতিক নেতারা

এবং অনেক পাকিস্তানি বিশেষজ্ঞ প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে, ভারত যদি সিন্ধু নদীর জল বন্ধ করে দেয়, তাহলে সেখানে রক্তের নদী বইবে।

610
এমতাবস্থায়, ভারতকে প্যাঁচে ফেলার জন্য আবেদন পাকিস্তানের

ব্রহ্মপুত্র নদীর জল ভারতে প্রবাহিত হওয়া বন্ধ করার জন্য চিনের কাছে পাকিস্তান আবেদন জানিয়েছে। 

710
কিন্তু চিন কি জল বন্ধ করতে পারবে?

ভারত-পাকিস্তান সংঘাত এক জিনিস, আর ভারত-চিন সংঘাত আরেক জিনিস। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত চিনের অভ্যন্তরে কোনও সন্ত্রাস ছড়ায় না। তাছাড়া দুই দেশের মধ্যে সংঘাত সাধারণত আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, গালওয়ান সংঘর্ষের পর যেমনটা করা হয়েছিল (India Pakistan update)।

810
চিন আদতে পাকিস্তানের মতো নয়

চিন যে কোনও রকমের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা অভ্যন্তরীণ সহিংসতাকে একদমই উস্কানি দেয়না এবং ভারতও নয়। তাই পাকিস্তানের মতো চিনের কোনও শত্রুতা নেই ভারতের প্রতি (Pahalgam attack)। 

910
ভারত-চিনের মধ্যে কোনও জল চুক্তি নেই

ভারত এবং পাকিস্তান সিন্ধু জল চুক্তির আওতাধীন। কিন্তু ভারত ও চিনের মধ্যে এমন কোনও চুক্তি নেই। তবে বর্ষাকালে ব্রহ্মপুত্রের মতো কিছু নদীর জন্য জলবিদ্যুৎ উৎপাদন ভাগ করে নেওয়ার সমঝোতা রয়েছে (Pahalgam attack)। 

1010
চিন যদি ভারতে জল প্রবাহ বন্ধ করে দেয়, তবে তা মোটেও সন্ত্রাসবাদ নয়

তার কারণ হতে পারে, তাদের জ্বালানি প্রকল্প বা ভূ-রাজনৈতিক প্রভাবের আকাঙ্ক্ষা। তাই, ভারতের বিরুদ্ধে চিনের এমন আচরণ করার কোনও সম্ভাবনা নেই। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories