পহেলগাঁওয়া হামলার পর আরও তলানিতে পাক-অর্থনীতি, ক্ষতি ২ লক্ষ কোটি টাকা

Published : Apr 29, 2025, 10:07 PM IST

 ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার এক সপ্তাহ পার হয়ে গেছে। এই হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে, যার প্রভাব এখন দেখা যাচ্ছেে।

PREV
110
পহেলগাঁও হামলার প্রভাব পাকিস্তানে

পহেলগাঁও  সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এর ফলে তাদের অর্থনীতিতে গভীর প্রভাব পড়েছে।

210
করাচি শেয়ার বাজারে ব্যাপক পতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে অর্থাৎ সোমবারে করাচি শেয়ার বাজার KSE-100 সূচক ১৪০৫ পয়েন্ট অর্থাৎ ১.২২% কমে ১১৪,০৬৩.৯০ এ বন্ধ হয়েছিল। যদিও মঙ্গলবার কিছুটা উন্নতি দেখা গেছে।

310
করাচি শেয়ার বাজারে ৫৪৯৪.৭৮ পয়েন্ট পতন

২২ এপ্রিল থেকে করাচি শেয়ার বাজারে এখন পর্যন্ত ৫৪৯৪.৭৮ পয়েন্ট অর্থাৎ ৪.৬৩% পতন হয়েছে। করাচি শেয়ার বাজারের মার্কেট ক্যাপ ৫২.৮৪ বিলিয়ন ডলার ছিল, যা এখন কমে ৫০.৩৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

410
পহেলগাঁও হামলার পর ২ লক্ষ কোটি টাকা লোকসান

গত কয়েকদিনে পাকিস্তানি শেয়ার বাজারে ২.৪৫ বিলিয়ন ডলারের বড় ধাক্কা লেগেছে। অর্থাৎ পহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানি শেয়ার বাজারে প্রায় ২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।

510
পাকিস্তানে মুরগির দাম ৮০০ টাকা কেজি

পাকিস্তানে মুদ্রাস্ফীতি চরমে। চাল ৩৪০ টাকা কেজি, ডিম ৩৩২ টাকা ডজন, দুধ ২২৪ টাকা লিটার, টমেটো ১৫০ টাকা কেজি, আপেল ২৮৮ টাকা কেজি, মুরগি ৮০০ টাকা কেজি, আলু ১০৫ টাকা কেজি এবং পেঁয়াজ ১৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

610
পাকিস্তানে পানীয় জলও ১০৫ টাকা লিটার

 পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ যে সেখানে পানীয় জলও ১০৫ টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে। অথচ ভারতে বোতলবন্দী পানির দাম মাত্র ১৫ থেকে ২০ টাকা লিটার।

710
সীমান্তে তৎপরতা

পহেলগাঁও হামলার পরই সীমান্ত তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা এলাকায় বারবার গুলি বর্ষণ করেছে। সেনা বাহিনী বাড়তি উত্তেজনা ছড়াচ্ছ। যদিও পাল্টা জবাব দিচ্ছে ভারত। 

810
রাজনীতিবিদদে হুংকার

পহেলগাঁও হামলার পরই কঠোর অবস্থান নিয়েছে ভারত। তারই পাল্টা হিসেবে পাকিস্তনের একাধিক রাজনীতিবিদ ভারত বিদ্বেষী মন্তব্য করছে। যুদ্ধের জিগির তুলছে। 

910
পাকিস্তান অর্থনীতি

যদিও এই হামলার ঘটনার আগে থেকেই পাকিস্তানের অর্থনীতি তলানিতে ঠেকেছে। কিন্তু হামলার পর আরও শোচনীয় হচ্ছে। 

1010
হামলার কারণ

পাকিস্তানে বালোচিস্তানে ট্রেন হাইজ্যাক করেছিল বালোচ জঙ্গিরা। তাতে মুখ পুড়েছিল পাক সেনার। এই ঘটনার পরই পাকিস্তান সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল সেই দেশের মানুষ। সেই  দিক থেকে দৃষ্টি ঘোরাতেই পহেলগাঁও জঙ্গি হামলা চালান হয়েছে বলেও অনেকে মনে করছে। 

Read more Photos on
click me!

Recommended Stories