Pakistan Election: বেতন বৃদ্ধি থেকে পাকা বাড়ি, পাক জনতাকে ১০ দফা প্রতিশ্রুতি দিলেন বিলাওয়াল ভুট্টো

বিলাওয়াল ভুট্টো প্রতিশ্রুতি দিয়েছেন আগামী পাঁচ বছরে দেশের আর্থনৈতিক পরিস্থিতি ব্যাপক উন্নত হবে। বেতন দ্বিগুণ করা হবে। গোটা দেশে দরিদ্রদের জন্য ৩০ লক্ষ বাড়ি তৈরি করা হবে।

 

পাকিস্তানের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি জোরদার। প্রতিটি রাজনৈতিক দলই মনোনয়নপত্র দাখিল করেছে। তবে সবথেকে এগিয়ে রয়েছে বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপিলস পার্টি (PPP)বুধবার বিলাওয়াল ভুট্টো সাধারণ নির্বাচনের ১০ দফা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। যেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী পাঁচ বছরে দেশের আর্থনৈতিক পরিস্থিতি ব্যাপক উন্নত হবে। বেতন দ্বিগুণ করা হবে। গোটা দেশে দরিদ্রদের জন্য ৩০ লক্ষ বাড়ি তৈরি করা হবে।

বিলাওয়াল ভুট্টোর ১০ দফা নির্বাচনী প্রতিশ্রুতিঃ

Latest Videos

১. আগামী পাঁচ বছরে বেতন দ্বিগুণ করা হয়েছে।

২. জেলায় গ্রিন এনার্জি পার্ক তৈরি করা হবে। দরিদ্র পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে।

৩. গোটা দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

৪. বিনামূল্যে বিশ্বমানের স্বাস্থ্য সুবিধে প্রদান করা হবে। যেমন আমরা সিন্ধুতে NICVD, Gambat হাসপাতাল, SIUT এবং JPMC এর মাধ্যমে জনসাধারণকে বিনামূল্যে স্বাস্থ্য সুবিধা প্রদান করছি, আমরা একই কর্মসূচি দেশের প্রতিটি জেলায় প্রসারিত করব- এমনটাই বলেছেন বিলাওয়াল ভুট্টো।

৫. আপনি জমি আপনা ঘর কর্মসূচির আওতায় ৩০ লক্ষ মানুষকে পাকা বাড়ি দেওয়া হবে। গৃহহীন পরিবারগুলি এই সুবিধে পাবে।

৬. দরিদ্রদের সরাসরি নগদ টাকা দেওয়া হবে। বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম আরও বাড়ান হবে।

৭. কিষাণ কার্ড ইস্যু করা ও নিশ্চিত ভর্তুকির ব্যবস্থা করা। মিল মালিকদের পরিবর্তে কৃষকদের স্বার্থরক্ষা করা।

৮. শিক্ষিত বেকার যুবকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য যুব কার্ড প্রদান করা।

৯.লাইব্রেরি, ফ্রি ওয়াই-ফাই, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য জায়গা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং ক্যারিয়ার কাউন্সেলিং-এর মতো সুবিধা সহ বিভাগ পর্যায়ে যুব কেন্দ্র স্থাপন করা।

১০.ভুক মিটাও কর্মসূচি'র মাধ্যমে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করা।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিলাওয়াল ভুট্টোর মা বেনজির ভুট্টোর ১৬তম মৃত্যু বার্ষিকীর প্রাক্কালে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন তিনি। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বিলাওয়াল বলেছেন জনগণের জন্য কাজ করবে এমন একটা সরকারই তৈরির চেষ্টা করবে তার দল। তিনি আরও বলেন, লাহোরের মত কঠিন নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে দেশের মানুষ যে তাঁর ও তাঁর দলের প্রতি আস্থা রাখবে তাও স্পষ্ট করে দিয়েছেন ভুট্টো।

আরও পড়ুনঃ

Pakistan Election: পাকিস্তান নির্বাচনে লড়ছে হাফিজ সইদের ছেলে, সব কেন্দ্রে প্রার্থী দিয়েছে PMML

Imran Khan: ৩টি কেন্দ্র থেকেই নির্বাচনে লড়াই করবেন ইমরান খান, জেলবন্দি নেতাদের টিকিটে অগ্রাধিকার

চিনের অত্যাধুনিক অস্ত্র নিয়ে ভারতের ওপর হামলা পাক-জঙ্গিদের, পাকিস্তান সেনার অস্ত্র হাতে জইশ ও লস্কররা

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata