ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা মধ্যেই পাকিস্তানের কিরানা হিলসের পরমাণু অস্ত্র ভাণ্ডারে ভারতের বায়ু সেনা হামলা চালিয়েছিল। এমনটাও রটে গিয়েছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনা এই ঘটনার সত্যতা স্বীকার করেনি।
512
খবর ছড়িয়েছে
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা মধ্যেই পাকিস্তানের কিরানা হিলসের পরমাণু অস্ত্র ভাণ্ডারে ভারতের বায়ু সেনা হামলা চালিয়েছিল। এমনটাও রটে গিয়েছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনা এই ঘটনার সত্যতা স্বীকার করেনি।
612
সংস্থার মুখপাত্রের উত্তর
পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে কথা বলেতে সংস্থার কর্তা বলেছেন, 'আমাদের কাছে যা খবর আছে, সেই অনুযায়ী বলা যায়, পাকিস্তানের কোনও পরমাণু ভাণ্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণ হয়নি।'
712
সংস্থার সদর দফতর
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সদর দফতর অস্ত্রিয়ার ভিয়েনায়।
812
কিরানা হিলস
ভারত-পাকিস্তান সংঘাতের সময় সবথেকে চর্চিত ছিল পাকিস্তানের কিরান হিসলের নাম। একটি পঞ্জব প্রদেশে একটি পাহাড় ঘেরা উপত্যকা। এখানে ১০০টির বেশি ভূগর্ভস্থ স্টোরেজ ও সুড়ঙ্গ পথ রয়েছে।
912
কিরানা হিলসের কী কী আছে
পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার হিসেবেই পরিচিত। প্রাথমিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের অধিকাংশ পরমাণু অস্ত্র এখানেই রয়েছে।
1012
পাকিস্তানের পরমাণু অস্ত্র
পাকিস্তানের হাতে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। যার অধিকাংশই রয়েছে কিরানা হিলসে। টমিক সায়েন্টিস্টসের ২০২৩ সালের একটি প্রতিবেদনে কিরানা হিলস এবং এর কাছাকাছি এলাকাগুলিকে সাবক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষার স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
1112
দুর্গম এলাকা
কিরানা হিলস অবস্থানের কারণেও গুরুত্বপূর্ণ। ৬৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পহাড়ি এলাকা। কিরানা হিসল থেকে মুসাফ এয়ারবেসের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। আর সারগোদা বিমানঘাঁটি থেকে সড়কপথে মাত্র ২০ কিলোমিটার।
1212
কুশাব পারমাণবিক কেন্দ্র
পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হল কুশাব পারমাণবিক কেন্দ্র। এখনে একাধিক পারমাণবিক চুল্লি রয়েছে। এটি কিরানা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে রয়েছে।