যৌনতা নিয়ে বিতর্কিত মন্তব্য পুতিনের, ইউক্রেনে হামলার সময় আরও এবার এল আলোচনায়

Published : Feb 24, 2022, 06:24 PM ISTUpdated : Feb 24, 2022, 08:46 PM IST
যৌনতা নিয়ে বিতর্কিত মন্তব্য পুতিনের,  ইউক্রেনে হামলার সময় আরও এবার এল আলোচনায়

সংক্ষিপ্ত

সালটা ছিল ২০১২। সেই সময় গ্রুপ সেক্স নিয়ে পুতিনের মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিশ্ব। কারণ তিনি গ্রুপ সেক্সকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। রাশিয়ান টুডে নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে পুতিন স্পষ্ট করে জানিয়েছিলেন, অনেকেই গ্রুপ সেক্স পছন্দ করেন। তাদের মত একা বা দুটি মানুষের যৌনতার তুলনায় গ্রুপসেক্স অনেক ভালো। 

বর্ণময় চরিত্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে আলোচনা করলে সর্বদাই উঠে আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) নাম। বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে যৌনতা (Sex) নিয়ে বিতর্কিত মন্তব্য- কখনই পিছুপা হননা ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্র প্রধান হিসেবে তাঁর নেওয়া একাধিক পদক্ষেপ  যেমন চর্চার বিষয় তেমনি আলোচনা হয়েছে তাঁর সাহসী মন্তব্য নিয়েও। বৃহস্পতিবার সকালেই রাশিয়া প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে হামলার চালানোর পর আরও একবার বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ায়েছেন পুতিন। এই পরিস্থিতিতে গ্রুপসেক্স (Group Sex) বা দলবদ্ধ যৌনতা নিয়ে তাঁর  দীর্ঘ পুরনো একটি মন্তব্য হয়ে উঠেছে আলোচনার বিষয়ে। 

সালটা ছিল ২০১২। সেই সময় গ্রুপ সেক্স নিয়ে পুতিনের মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিশ্ব। কারণ তিনি গ্রুপ সেক্সকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। রাশিয়ান টুডে নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে পুতিন স্পষ্ট করে জানিয়েছিলেন, অনেকেই গ্রুপ সেক্স পছন্দ করেন। তাদের মত একা বা দুটি মানুষের যৌনতার তুলনায় গ্রুপসেক্স অনেক ভালো। কারণ এই কাজটি অনেকটা ঐক্যবদ্ধ বা দলবদ্ধ হয়ে কোনও কাজ করা আর তাতে সাফল্য পাওয়ার মতই আনন্দদায়ক। গ্রুপসেক্সে একাকীত্ব অনেকটাই কম। এই মন্তব্য করার পরই পুতিন জানিয়েছেন, গ্রুপ সেক্সকে যেকোনও মানুষই সহজভাবে নিতে পারেন।

সমস্ত নিয়ম বদলে তৃতীয়বারের মেয়াদে রাশিয়ার মসনদে বসার আগেই গ্রুপসেক্স নিয়ে মন্তব্য করেছিলেন পুতিন। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কিন্তু সেইসময়েই একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল বিতর্ক পুতিনকে পিছিয়ে দিতে পারে। কিন্তু সেই সব আশঙ্কা হাওয়ায় উড়িয়ে তিনি নিরাপদেই রুশ মসনদে বসেছিলেন। 

সেই সময় সংবাদ সংস্থা এএফপি পুতিনের এই মন্তব্যকে সোভিয়ের যুগের রসিকতা বলেও প্রতিবেদনে উল্লেখ করেছিল। তবে গ্রুপ সেক্স নিয়ে পুতিনের এই মন্তব্য নিয়ে তোলড়পাড় হয়েছিল। একই সঙ্গে আলোচনায় উঠে এসেছিল জামাবিহীন অবস্থায় ঘোড়সোয়ার অবস্থায় তাঁর ছবি। তবে পুতিনের এই মন্তব্যকে অনেকেই বেলাল্লাপনাকে সমর্থন করা হিসেবেই দেখেছিলেন। অনেকের মতেই ছিল পুতিনের গ্রুপ সেক্স নিয়ে মন্তব্য আসলে সম্পর্ক লুকিয়ে রাখার একটি প্রবণতা। কারণ সাক্ষাৎকার দেওয়ার সময়ই পুতিন বারবার উল্লেখ করেছিলেন যে তাঁর এই মন্তব্য প্রতিটি ব্যক্তি সম্পর্কে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, ১৯১ শতাংশ নিচে নামল বিটকয়েন
ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের পাশাপাশি সাইবার হানা, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ
যুদ্ধ থামাতে মোদীর হস্তক্ষেপ চাইল ইউক্রেন, পুতিনের সঙ্গে কথা বলার আর্জি রাষ্ট্রদূতের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন