১ মিনিটেই পৌঁছে যাবেন গন্তব্যে! সামনে এল বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রা

Published : Aug 16, 2022, 01:30 PM IST
 ১ মিনিটেই পৌঁছে যাবেন গন্তব্যে! সামনে এল বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রা

সংক্ষিপ্ত

বিমানযাত্রার মেয়াদ মাত্র ১ মিনিট! হ্যাঁ সম্প্রতি ট্র্যাভেল ব্লগারের ভিডিয়োতে উঠে এল বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রার কথা। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সহজেই পৌঁছে যেতে একমাত্র ভরসা বিমান। এবার সামনে এল বিশ্বের সব থেকে স্বল্প সময়ের বিমানযাত্রার বিষয়টি। 

বিমানযাত্রার মেয়াদ মাত্র ১ মিনিট! হ্যাঁ সম্প্রতি ট্র্যাভেল ব্লগারের ভিডিয়োতে উঠে এল বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রার কথা। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সহজেই পৌঁছে যেতে একমাত্র ভরসা বিমান। এবার সামনে এল বিশ্বের সব থেকে স্বল্প সময়ের বিমানযাত্রার বিষয়টি। 
নেটমাধ্যমে সম্প্রতি ভাইরাল নোয়েল ফিলিপস নামে এক ট্রাভেল ব্লগারের ভিডিয়ো। এই ভিডিয়োয় তিনি স্বল্প দৈর্ঘ্যের বিমানযাত্রার বিষয়টি দেখিয়েছেন। স্কটল্যান্ডের অর্কন দ্বিপপুঞ্জের এক দ্বিপ থেকে অন্য দ্বিপে পৌঁছতে সময় লাগে মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ড। জাহাজে বা নৌকায় এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ২০ মিনিট। সেখানে এক মিনিটেই বিমানে পৌঁছে যাওয়া যায় একই দূরত্ব। আর তাতে খরচা হয় ১৭ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ হাজার ৬৪৩ টাকা। 

আরও পড়ুনমাথায় কাঁচের গ্লাসের উপর দু'দুটি সিলিন্ডার, অবলিলায় তেরঙ্গা নিয়ে হাত নাড়ছে যুবক! ভাইরাল ভিডিয়ো দেখে হতবাক নেট


স্কটল্যান্ডের পাপ ওয়েস্ট্রে হয় কির্কওয়াল ওয়েস্ট্রে যায় বমানটি। দিনে দুবার এই পথ যাতায়াত করে বিমানটি। নিত্যযাত্রীর থেকে পর্যটকরাই এই বিমান ব্যবহার করেন বেশি। 
ভিডিয়োটি রীতিমত সারা ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যে নোয়েল ফিলিপসের ভিডিয়োটি দেখেছেন ২০ লক্ষ্য মানুষ। নতুন রকমের এই বিমান যাত্রার কথা জেনে রীতি মত উচ্ছসিত পর্যটকরা। 

আরও পড়ুনফরমানির কণ্ঠ রোধের বিরোধিতায় 'নাফরমানি', মৌলবাদের বিরুদ্ধে গর্জে উঠল নেটনাগরিকদের একাংশ

PREV
click me!

Recommended Stories

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা, নতুন করে ভূমিধসের সতর্কতা জারি
ঘূর্ণিঝড় দিতওয়া: শ্রীলঙ্কায় হাজার অসুস্থের চিকিৎসায় ভারতীয় সেনা, চলছে সেতু নির্মাণ