পোল্যান্ডের প্রায় সীমান্তে দাঁড়িয়ে রাশিয়া, মিত্র দেশকে বাঁচাতে মিসাইল পাঠাল ব্রিটেন

পোল্যান্ডের রাজধানী পরিদর্শনের সময়, প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বলেছেন যে ব্রিটেন প্রায় ১০০ জন কর্মী নিয়ে পোল্যান্ডে স্কাই সাবার মাঝারি-পাল্লার বায়ু বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে।
 

দিন কয়েক আগেই পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে ইউক্রেনের ইয়াভোরিভে একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র(Russian missiles) হামলা চালায়। এরপরেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা শুরু করে পোল্যান্ড (Poland)। ব্রিটেনের প্রতিরক্ষা সচিব ঘোষণা করেছিলেন যে তার দেশ ন্যাটো মিত্র পোল্যান্ডে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে (UK to send missile defense system)। 

পোল্যান্ডের রাজধানী পরিদর্শনের সময়, প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বলেছেন যে ব্রিটেন প্রায় ১০০ জন কর্মী নিয়ে পোল্যান্ডে স্কাই সাবার মাঝারি-পাল্লার বায়ু বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে। তিনি বলেন, এই পদক্ষেপ হল "রাশিয়ার আগ্রাসন থেকে পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় বিশেষ ব্যবস্থা।"

Latest Videos

এদিকে, বৃহস্পতিবার শেষ পাওয়া খবরে জানা গিয়েছে রাশিয়ান হামলায় পূর্ব ইউক্রেনে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। আজ ২২ দিনে পড়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ (Russia Ukraine Crisis)। এক এক করে একাধিক দেশই ইউক্রেনে (Ukraine) হামলা চালানোর জন্য রাশিয়াকে (Russia) কিছুটা হলেও কোণঠাসা করে দিয়েছে। আর এবার আন্তর্জাতিক আদালতে (International Court of Justice) বড় ধাক্কা খেল রাশিয়া। 

আরও পড়ুন- 'ন্যাটোতে যোগ দিচ্ছেন না', স্পষ্ট করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

আরও পড়ুন, পুতিনকে 'একক যুদ্ধে' আহ্বান জানালেন এলন মাস্ক, বাজি ইউক্রেনের ভাগ্য

ইউক্রেন যুদ্ধ নিয়ে চলা মামলায় আদালতের তরফে রাশিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে তাদের সামরিক অভিযান বন্ধ করা হয়। আন্তর্জাতিক আদালতে যেই বেঞ্চে এই মামলার শুনানি চলছে, সেখানে মোট ১৫ জন বিচারক রয়েছেন। তাঁদের মধ্যে গতকাল রাশিয়ার বিরুদ্ধে ভোট দেন ১৩ জন। আর রাশিয়ার পক্ষে ভোট দিয়েছেন মাত্র ২ জন। সবথেকে বড় বিষয় হল রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া বিচারকদের মধ্যে একজন ভারতীয় বিচারকও (India's judge at the ICJ,) ছিলেন। 

আরও পড়ুন- পুতিনকে বলেছিলেন সাইকোপ্যাথ, এক বছর পর রুশ মডেলের দেহ মিলল স্যুটকেসে

তবে ভাঙলেও মচকাতে রাজি নন পুতিন। ক্রেমলিন ইউক্রেনে তাদের আগ্রাসন স্থগিত করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন যে রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই এই রায় কার্যকর করার জন্য একমত হতে হবে, তবে "এই ক্ষেত্রে রাশিয়ার তরফ থেকে কোনও সম্মতি পাওয়া যাবে না।"

বৃহস্পতিবার ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়ার সেনা বাহিনী সবকটি ফ্রন্টেই থমকে গেছে। একই জায়গায়  অবস্থান করে রয়েছে। এপর্যন্ত যুদ্ধে রাশিয়ার সেনা বাহিনীর প্রচুর ক্ষতি হয়েছে। হামলার ২১ দিন পরেও রুশ বাহিনী কোনও বড় শহরে আধিপত্য কায়েম করতে পারেনি। এখনও পর্যন্ত প্রায় সবকটি শহরই ইউক্রেনের দখলে রয়েছে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata