রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২২দিন, ধ্বংসের ছবি দুই শিবিরেই স্পষ্ট হচ্ছে

বৃহস্পতিবার ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়ার সেনা বাহিনী সবকটি ফ্রন্টেই থমকে গেছে। একই জায়গায়  অবস্থান করে রয়েছে। এপর্যন্ত যুদ্ধে রাশিয়ার সেনা বাহিনীর প্রচুর ক্ষতি হয়েছে। হামলার ২১ দিন পরেও রুশ বাহিনী কোনও বড় শহরে আধিপত্য কায়েম করতে পারেনি।

তিন সপ্তাহ হয়ে গেল রাশিয়া-ইউক্রেন (Russia-Ukrain War) যুদ্ধ চলছে। রাশিয়ার প্রবল হামলার সামনে প্রায় বিধ্বস্ত ইউক্রেন। এই অবস্থায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এখনও পর্যন্ত পরাক্রমী রুশ বাহিনীর (Russian Army) মোকাবিলা করে যাচ্ছে ইউক্রেনীয় সেনা বাহিনী। রাশিয়ার হামলা থেকে দেশ বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিয়েছেন দেশের সাধারণ মানুষ। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তারপরই দেশে সামরিক আইন জারি করে করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr zelensky)। তবে এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমর পুতিন (Vladimir Putin)। 

 ১. ব্রিটিশ গোয়েন্দাদের দাবি  
বৃহস্পতিবার ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়ার সেনা বাহিনী সবকটি ফ্রন্টেই থমকে গেছে। একই জায়গায়  অবস্থান করে রয়েছে। এপর্যন্ত যুদ্ধে রাশিয়ার সেনা বাহিনীর প্রচুর ক্ষতি হয়েছে। হামলার ২১ দিন পরেও রুশ বাহিনী কোনও বড় শহরে আধিপত্য কায়েম করতে পারেনি। এখনও পর্যন্ত প্রায় সবকটি শহরই ইউক্রেনের দখলে রয়েছে। 

Latest Videos

২. বাইডেন বনাম পুতিন 
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী  ও ক্ষমার অযোগ্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, তিনি বলেছেন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য যখন আপোষ করতে রাজি তখনও পুতিন নিজের মনোভাবে অনড় থেকে ধ্বংসের দিয়ে এগিয়ে যাচ্ছে। 

৩. ন্যাটো হস্তক্ষেপ করতে না 
যুদ্ধের ২২তম দিনে দাঁড়িয়েই একই অবস্থানে রয়েছে ন্যাটো। এদিন জার্মানি জানিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ন্যাটো কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না। অন্যদিকে আগেই জেলেনস্কি জানিয়েছিলেন তিনি আর ন্যাটোর সদস্য হতে ইচ্ছুক নন। 

৪. নোফ্লাই জোন
রুশ বিমানহানা প্রতিহত করতে বেশ কয়েক দিন ধরেই ইউক্রেনের তাদের দেশের আকাশের ওপর নো ফ্লাই জোন ঘোষণা করার দাবি জানিয়ে আসছিল, ইউপীয় ইউনিয়নের দেশগুলির কাছে। কিন্তু এতদিন আমেরিকা বা ইউরোপের দেশগুলি তাতে সাড়া দেয়নি। এই প্রথম লিথুয়ানিয়া ইউক্রেনের ওপর নো ফ্লাই ডোনের আহ্বান জানিয়ে খড়সা প্রস্তাব গ্রহণ করেছে। লিথুয়ানিয়ার পার্লামেন্টে সর্বসম্মিতক্রমে এই প্রস্তাব গৃহীত হয়েছে।এই প্রস্তাবে এস্তোনিয়া ও স্লোভেনিয়াকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। 

৫. জার্মানিতে ফোন ইউক্রেনের
জেলেনস্কি ইউরোপের নতুন রাশিয়ার প্রাচীর ধ্বংস করতে সাহায্য করার জন্য  জার্মানির কাছে আবেদন জানিয়েছেন। তিনি বৃ়হস্পতিবার জার্মান চ্যান্সেলরকে ফোন করেন। তিনি বলেন রাশিয়ার  তৈরি এই পাঁচিল যে কোনও বোমার থেকেও বেশি ক্ষতিকর। ইউরোপের জন্য় তা বিপদ ডেকে আনছে। 

৬. রাশিয়ার পাশে চিন 
এখনও পর্যন্ত রাশিয়ার পাশে দাঁড়িয়ে রয়েছে চিন। বলেছে, রুশ সংস্থার ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপান হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে বেজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের ভিত্তি ছাড়াই এই নিষেধাজ্ঞা চাপান হয়েছে। তাই এই ফতোয়া চিন মানবে না। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার নিরাপত্তা যাতে ব্যহত না হয় তার দিকে নজর দিতে হবে বলেও জানিয়েছে। 

৭. অন্যপথে ভারত 
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিশ্বের বৃহত্তম পরিশোধন কমপ্লেক্স অপারেট। ইউক্রেনের রাশিয়াপ আগ্রসনের জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞ জারির সিদ্ধান্ত মেনে নিয়েছে। সেই কারণে ভারতীয় বহুজাতিক সংস্থাটি মস্কোর থেকে তেলা কেনার সিদ্ধান্ত থেকে বিরত থাকতে পারে। 

৮. ক্ষতিগ্রস্ত মারিউপোল
 রাশিয়ার বিমান হামলায় নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে মারিউপোল। কিন্তু রুশ হামলায় এই শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ান বিমান হামলা একটি থিয়েটারকে ক্ষতিগ্রস্ত করেছে। 

৯. ক্ষতিগ্রস্ত চেরনিহিভ 
রুশ সেনার আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে চেরনিহাব। সেখানে ইউক্রেনীয় বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে রুশ বাহিনী। চেননিহিভে ৫৩জন রুশ সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

১০. যুদ্ধের ক্ষয়ক্ষতি 
রাশিয়ার প্রায় ৭ হাজার সেনার মৃত্যু হয়েছে ইউক্রেনে। ইউক্রেনের মৃত সেনার সংখ্যা ২৮৭০ । রাষ্ট্র সংঘের রিপোর্ট অনুযায়ী যুদ্ধে প্রায় ৭০০ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যার মঝ্যে শুধুমাত্র মারিউপোলে মৃত্যু হয়েছে ৩ হাজার জনের। 

মাত্র ৪৫ দিনে ৭তলা বাড়ি বানিয়ে চমক ডিআরডিও-র, আগামী দিনে সেখানে তৈরি হবে যুদ্ধ বিমান

শত্রুঘ্ন সিনহাকে তৃণমূলে আনতে বড় ভূমিকা প্রশান্ত কিশোরের, পাশে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

রাহুল গান্ধীর বাড়ি থেকে সোজা আজাদের বাড়ি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে রহস্য কংগ্রেসে
 

Share this article
click me!

Latest Videos

Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News