- Home
- World News
- Bangladesh News
- পদ্মাপারে অব্যাহত অরাজকতা, ভারতীয়দের জন্য পাল্টা ভিসা পরিষেবা বন্ধ করল বাংলাদেশ
পদ্মাপারে অব্যাহত অরাজকতা, ভারতীয়দের জন্য পাল্টা ভিসা পরিষেবা বন্ধ করল বাংলাদেশ
Bangladesh Visa Suspends: দেশে অশান্তির আবহে এবার কূটনৈতিক উত্তেজনা বাড়ালো বাংলাদেশ। অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ হাইকমিশনের তরফে দিল্লিতে বন্ধ করে দেওয়া হলো দিল্লির ভিসা-কেন্দ্র। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

দিল্লিতে বন্ধ বাংলাদেশের ভিসা কেন্দ্র
পদ্মাপাড়ে এখনও অব্যাহত অশান্তি-নৈরাজ্য। আর তারই মধ্যে এবার কূটনৈতিক উত্তেজনা বজায় রাখতে আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। দিল্লিতে বন্ধ করে দেওয়া হলো ভিসা কেন্দ্র। ভারতীয়দের বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা বন্ধ করল বাংলাদেশ হাইকমিশন। এছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে কনসুলারের যাবতীয় কাজকর্ম। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সেই বিষয়ে অবশ্য বাংলাদেশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আচমকা বন্ধ দিল্লির ভিসা কেন্দ্র
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় আচমকা বাংলাদেশ হাইকমিশনের তরফে দিল্লির ভিসা-কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। তবে কী কারণে এই সিদ্ধান্ত সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে দাবি করা হচ্ছে, অনিবার্য কারণে তারা দিল্লিতে ভিসা এবং কনসুলার সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ঘোষণা না-হওয়া পর্যন্ত এই পরিষেবাগুলি তারা বন্ধ রাখবে।
ভারতের পর বাংলাদেশ বন্ধ করল ভিসা পরিষেবা
আগেই ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। তার পরে আরও দুই শহর রাজশাহী এবং খুলনাতেও ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামে ভারতীয় ভিসা-কেন্দ্রও। আর এবার পাল্টা ভারতে বাংলাদেশের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হলো।
কী কারণে এই সিদ্ধান্ত?
প্রথমে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ঢাকায় ভিসা-কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। পরে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। ওই সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারতের ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের ডাক দেয় সে দেশের একটি গোষ্ঠী।
উত্তপ্ত বাংলাদেশ
অশান্ত পদ্মাপাড়ে থামেনি এখনও বিক্ষোভ-বিশৃঙ্খলা। এরই মধ্যে ওসমান হাদির পর আরও এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের খবর, বাংলাদেশের খুলনা জেলায় নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি।
