জামা খুলে অর্ধনগ্ন অবস্থায় মঞ্চে উঠে পড়লেন তরুণী, জুনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ’য়ে শ’য়ে দর্শকের সামনে অভিনব ‘প্রতিবাদ’

Published : Mar 15, 2023, 10:02 PM IST
topless protester woman on juno award programme stage in Canada

সংক্ষিপ্ত

শিল্পী এভ্রিল ল্যাভিনের শো চলাকালীনই জামা না পরে মঞ্চে উঠে হাঁটতে শুরু করেন ওই তরুণী। জিভ বের করে করতে থাকেন বিভিন্ন বিকৃতিও। 

প্রত্যেক বছরের মতো ২০২৩-এর ১৩ মার্চও কানাডায় চলছিল বিখ্যাত জুনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান। শয়ে শয়ে মানুষ সেখানে জড়ো হয়েছিলেন প্রতিষ্ঠিত শিল্পীদের পারফরম্যান্সে অংশ নিতে। সেই সময়েও দর্শক-ভরা মহলে অদ্ভুত কাণ্ড করে বসলেন এক তরুণী। প্রখ্যাত শিল্পী মঞ্চে উপস্থিত থাকাকালীনই জামা খুলে স্টেজে উঠে পড়লেন তিনি।

সম্প্রতি এই ঘটনা ভাইরাল হয়েছে বিশ্ব জুড়ে। শিল্পী এভ্রিল ল্যাভিনের শো চলার সময়েই গোলাপি রঙের প্যান্ট পরে মঞ্চে উঠে পড়েন এক তরুণী। তাঁর চোখে চশমা থাকলেও গায়ে কোনও জামা ছিল না। তার বদলে লেখা ছিল কয়েকটি স্লোগান। সম্প্রতি অন্টারিও-তে প্রায় সাড়ে ৭ হাজার একর জমির জঙ্গল ধ্বংস করে ৫০ হাজার বাড়ি তৈরির অনুমতি দিয়েছে প্রশাসন। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই নগ্ন শরীরের ওপর স্লোগান লিখে মঞ্চে প্রতিবাদ করতে উঠে পড়েন ওই তরুণী। মুখে কোনও প্রতিবাদ না করলেও জিভ বের করে অদ্ভুত মুখবিকৃতি করতে দেখা যায় তাঁকে।

মঞ্চে তাঁরই পেছনে বিবস্ত্র তরুণীকে দেখে হকচকিত হয়ে যান ৩৮ বছর বয়সী শিল্পী এভ্রিল ল্যাভিন। তিনি তৎক্ষণাৎ ওই ওই তরুণীকে স্টেজ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠতে দেখা যায় তাঁকে। পরে অবশ্য সেখানকার কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা ওই তরুণীকে আটক করে সেখান থেকে সরিয়ে নেন। তবে, তাঁর বিরুদ্ধে কোনও মামলা রুজু হয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন-

ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে ফিরে এসে এবার হাঁটার উদ্যোগ ঋষভ পন্থের, গভীর জলে ক্রাচ নিয়ে হাঁটার ভিডিও দেখে প্রবল উৎসাহী ভক্তরা
Puri Temple News: পুরীর মন্দিরের বাইরে লক্ষ লক্ষ লোক, বুধবার হঠাতই জনজোয়ারের ধাক্কায় প্রবল আলোড়ন

ভগবান কৃষ্ণ থেকে বাবা বিশ্বনাথ, মুসলমান শিল্পী মহম্মদ গিয়াসুদ্দিনের হাতের পাগড়ি বারাণসীর হিন্দু অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ

PREV
click me!

Recommended Stories

অভিভাসন ইস্যুতে বিতর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্স, ভ্যান্সের স্ত্রী-সন্তানকে ভারতে পাঠাবে আমেরিকা?
এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের