রাশিয়া থেকে তেল কেনায় ফের ভারতকে ট্রাম্পের হুমকি, বেশ চাপে পড়ল মোদী সরকার?

Published : Oct 20, 2025, 12:56 PM IST

রাশিয়া ও আমেরিকার মধ্যে পরিস্থিতি উত্তপ্ত। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবারও ভারতকে সতর্ক করে বলেছেন যে রাশিয়া থেকে তেল কিনলে আরও বেশি কর আরোপ করা হবে। এর ফলে মোদী এখন কী পদক্ষেপ নেবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

PREV
14

রাশিয়া ভারতের তেলের চাহিদা মেটায়। ভারত সেখান থেকে কম দামে তেল কিনছে, যা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দ নয়। তিনি ভারতকে তেল কেনা বন্ধ করতে হুমকি দিচ্ছেন, নাহলে মোটা কর আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।

24

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, 'মোদী রাশিয়া থেকে তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও কিনছেন। এমনটা চললে মোটা কর আরোপ করা হবে।' আমেরিকা নিজেদের দেশে भारतीय রপ্তানির ওপর কর বাড়িয়েছে।

34

ট্রাম্পের মতে, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। রাশিয়াকে আর্থিক ভাবে দুর্বল করতে ভারতকে তেল কেনা বন্ধ করতে হবে। তেলের আয় রাশিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করছে, দাবি ট্রাম্পের।

44

ভারতের দাবি, রাশিয়া থেকে তেল কেনা রাজনৈতিক নয়, দেশের সুরক্ষার প্রয়োজনে। দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত। তবে আমেরিকা এই যুক্তি মানতে নারাজ। ট্রাম্পের নতুন হুমকির পর মোদী কী পদক্ষেপ নেন, সেটাই দেখার।

Read more Photos on
click me!

Recommended Stories