আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ, বছরের শেষেই আসছে করোনা ভ্যাকসিন, আশ্বাস দিলেন ট্রাম্প

 

  • গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে আমেরিকা
  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের শিকার ১১ লক্ষের বেশি
  • দেশটিতে মৃতের সংখ্যা ৬৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে
  • এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে বড় খবর শোনালেন ট্রাম্প

মার্কিন মুলুকে করোনা পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দেশ টিতে আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু মিছিল অব্যাহক দেশটিতে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১,৪৫০ জনের। ফলে আমেরিকায় মৃতের সংখ্যা ৬৮ হাজার  ছাড়িয়েছে। এই অবস্থায় মার্কিনবাসীকে সুখবর শোনালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শেষেই মারণ করোনার বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে দেশে, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

রবিবার ট্রাম্প বলেছেন, ‘এবছরে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলব, আমরা সেই বিষয়ে খুবই আত্মবিশ্বাসী, চলতি বছরের শেষেই  মারণ ভাইরাসের ভ্যাকসিন বেরিয়ে যাবে৷ ’ একটি সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প।  ওয়াশিংটন ডিসি-র লিঙ্কন মেমোরিয়ালে আয়োজিত এই অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে  সুখবর দেন ট্রাম্প ৷

Latest Videos

করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা যাবে রেমডেসিভির, অনুমোদন দিয়ে দিল মার্কিন প্রশাসন

উহানের ভাইরোলজির ল্যাবেই করোনার উৎপত্তি, গোয়েন্দা রিপোর্টে রয়েছে প্রমাণ, দাবি ট্রাম্পের

করোনা মরবে সূর্যের আলোয়, ভরসা রেখে এবার শুরু হল রোদ থেরাপি

ট্রাম্প  আরও বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে দেশের স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয়গুলি খুলে দেওয়ার আবেদন জানাবেন তিনি ৷ ট্রাম্প এও বলেন,  তিনি খুশি হবেন যদি অন্য কোনও দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেক হারিয়ে করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করতে পারে৷ তাঁর কথায়,‘এটা যদি অন্য দেশ করতে পারে তাহলে আমি আমার টুপি খুলে কুর্নিশ করব ৷ ’

তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমি কোনও কিছুর পরোয়া করি না, আমি চাই একটা ভ্যাকসিন যেটা কার্যকারী হবে ৷ ’ট্রাম্প জানিয়েছেন তিনি তাঁর আধিকারিকদের সঙ্গে কথা বলেই এই ভ্যাকসিনের বিষয়টি জেনেছেন ৷ তিনি আরও যোগ করেছেন, ‘চিকিৎসকরা বলবেন তোমার এটা বলা উচিত নয়, কিন্তু আমি যেটা মনে করি আমি সেটাই বলব ৷ ’
 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari