‘পরিশ্রম করো, তার সাথে পার্টি করো জমিয়ে’: মেরি অ্যানের বয়স হল ১০৮, ‘মদ খেতেই হবে’ তরুণ প্রজন্মকে দিলেন সুখের টিপস

১০৮ বছর বয়সের জন্মদিনটি খুব স্পেশাল, কারণ, এইদিনে মেয়ে-জামাই, নাতি-নাতনি এবং নাতি-নাতনির ছেলেমেয়েরা ছাড়াও রোজ়িনার সঙ্গে পার্টি করতে এসেছেন শহরের মেয়র স্বয়ং। মদের গ্লাস হাতে নিয়ে কেক কাটলেন মেরি অ্যান।

অঞ্জন দত্তের রিপন স্ট্রিটের ‘মেরি অ্যান’-এর গালদুটো নিয়মিত অবহেলায় ঝুলে গেলেও অর্পিংটন টাউনের মেরি অ্যান কিন্তু শহরের সবচেয়ে অভিজ্ঞ তরুণী সুন্দরী, যাঁর বয়স মাত্র ১০৮ বছর। ‘tipple at lunchtime’-ই তাঁর জীবনের সিক্রেট। দুর্দান্তভাবে বেঁচে থাকার জন্য মধ্যাহ্নভোজে মদিরা সেবন জরুরি, সুখী লম্বা জীবনের রহস্য হল, ‘মদ খাওয়া’। তরুণ প্রজন্মকে জোর গলায় জানিয়ে দিয়ে গেলেন মেরি অ্যান ক্লিফটন, যাঁকে সবাই চেনেন রোজ়িনা নামেই।

ইউরোপের দক্ষিণ-পূর্ব লন্ডনের ব্রমলে এলাকায় রয়েছে অর্পিংটন টাউন, এখানেই সাজিয়ে গুছিয়ে হইহই করে পালিত হল মেরি অ্যান ক্লিফটনের ১০৮ বছরের জন্মদিন। উদযাপনে হাজির ছিলেন ব্রমলের মেয়র হ্যানা গ্রে। মার্কিন যুক্তরাজ্যের বৃদ্ধদের দেখাশোনা করার সংস্থা ফক্সব্রিজ হাউস সংগঠনের তরফে তাঁর জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার।

Latest Videos

মিসেস ক্লিফটন ১৯১৫ সালের ১৬ মার্চ দক্ষিণ লন্ডনের ল্যাম্বেথে জন্মগ্রহণ করেছিলেন এবং স্কুল শেষ করার পরে তিনি ফ্যাশনের প্রতি আকৃষ্ট হন এবং পোশাক সেলাইয়ের কাজ শুরু করেন। এরপর নিজের মেয়ের মুদ্রণ ব্যবসায় যোগ দেন। জীবনের সঙ্গীতের প্রতি বিশেষ আকর্ষণ ছিল তাঁর। তাঁর স্বামী আরনি বর্তমানে প্রয়াত, যাঁর সঙ্গে তাঁর মাত্র ১২ বছর বয়সে স্কুলজীবন থেকে প্রেম শুরু হয়েছিল। এই দম্পতির দুই সন্তান হয়, পামেলা এবং বার্নি। বর্তমানে রোজ়িনার চারজন নাতি-নাতনি, তাঁদের মোট ১০ জন ছেলেমেয়ে এবং সেই পৌত্র এবং দৌহিত্রদের মোট সাতজন ছেলেমেয়ে রয়েছেন।

১০৮ বছরের জন্মদিনে মেয়রের সাথে ‘চিয়ার্স’ করে মেরি অ্যান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন, ‘কঠোর পরিশ্রম করো, কিন্তু জীবনে পার্টিটা জমিয়ে করো। একটু একটু কঠোর পরিশ্রম করলে মোটেই তোমার কোনও আঘাত লাগবে না।’ আর, জীবনে সুখী হতে গেলে দুপুরের খাবারের সাথে মদটা তো খেতেই হবে। এইসব টিপস কি আদতে তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর নয়? এর উত্তরে ১০৮ বছর বয়সী উচ্ছ্বসিত তন্বী বলেছেন, ‘তাতে কী হয়েছে? আমার তো কোনও ক্ষতিই করেনি।’ জীবনে ১১টা দশক দেখেছেন, বিশ্বযুদ্ধের আবহে জন্মে দেখেছেন আরও একটা বিশ্বযুদ্ধও। সাক্ষী থেকেছেন বিশ্বের প্রাণঘাতী মহামারীর। তারপরেও জীবনের উল্লাসে এতটুকুও ভাঁটা পড়তে দিতে চাননি মেরি অ্যান।

আরও পড়ুন-
আপনার সঙ্গিনী কি আপনার অজান্তে অন্য কোনও মানুষের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছেন? রাশিফলেই জানতে পারবেন সেই গুপ্ত রহস্য
৭৮ জন সঙ্গী গ্রেফতার হলেও পুলিশের হাত ফস্কে পালিয়েছেন অমৃতপাল সিং, খালিস্তানি নেতার খোঁজে পঞ্জাব পুলিশের চিরুনি তল্লাশি
মঙ্গলবারেই গ্রেফতার করে নেওয়া হবে ডোনাল্ড ট্রাম্পকে? পর্ন তারকার সঙ্গে সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে পড়া নিয়ে চাঞ্চল্য

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury