Ecuador: ইনস্টাগ্রাম পোস্টই কাল হল, অবস্থান জেনে মিস ইকুয়েডর প্রতিযোগীকে খুন

লাতিন আমেরিকার দেশগুলিতে ড্রাগ মাফিয়াদের রমরমা নতুন কিছু নয়। কোনওরকম গণ্ডগোল হলেই খুন করতে দ্বিধাবোধ করে না ড্রাগ মাফিয়ারা। এবার ইকুয়েডরে এই ঘটনা দেখা গেল।

কলম্বিয়ার ফুটবলার আন্দ্রে এসকোবারের মতোই পরিণতি হলে ইকুয়েডরের সুন্দরী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লয়েন্সার ল্যান্ডি পারাগা গয়বারোর। ১৯৯৪ সালে বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আত্মঘাতী গোল করার পর দেশে ফিরে নাইটক্লাবের বাইরে খুন হন এসকোবার। এবার একটি রেস্তোরাঁয় খুন হলেন ল্যান্ডি। এসকোবারের সঙ্গে যেমন ড্রাগ মাফিয়াদের গোলমালের কথা শোনা গিয়েছিল, ল্যান্ডির ক্ষেত্রেও একই কথা শোনা যাচ্ছে। এই সুন্দরীর সঙ্গে এক মাদক পাচারকারীর সম্পর্ক ছিল বলে সন্দেহ করছে পুলিশ। সেই মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে। তার দলের লোকজনই খুন করতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। ল্যান্ডিও মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

ঘাতক হল ইনস্টাগ্রাম পোস্ট

Latest Videos

যে রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সারতে গিয়েছিলেন ল্যান্ডি, সেখানে তিনি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন। তদন্তকারীরা জানিয়েছেন, সেই পোস্ট দেখেই তাঁর অবস্থান জেনে যায় আততায়ীরা। দেরি না করে সেই রেস্তোরাঁয় পৌঁছে যায় ২ দুষ্কৃতী। তারা গুলি করে মারে ২৩ বছরের এই যুবতীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ।

 

 

ল্যান্ডিকে খুন করিয়েছেন প্রেমিকের স্ত্রী?

ইকুয়েডরের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারকারী লিয়ান্দ্রো নরেরোর সঙ্গে ল্যান্ডির বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। এক বছরেরও বেশি সময় আগে কারাগারে মারপিটের সময় মৃত্যু হয় এই মাদক পাচারকারীর। পুলিশের সন্দেহ, মৃত মাদক পাচারকারীর স্ত্রী হয়তো ল্যান্ডিকে খুনের জন্য তার দলের লোকজনকে কাজে লাগিয়েছে। ল্যান্ডির বিরুদ্ধেও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছিল। এরই মধ্যে তিনি খুন হলেন। জনবহুল রেস্তোরাঁয় যেভাবে তাঁকে খুন করা হল, তাতে দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ বার গুলি করা হয়েছে ল্যান্ডিকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kazakhstan: স্ত্রীকে পিটিয়ে খুন কাজাকস্তানের প্রাক্তন মন্ত্রীর, ভাইরাল ভিডিও

সিধু মুসেওয়ালা হত্যা মামলায় জঙ্গি ঘোষিত গ্যাংস্টার গোল্ডি ব্রারকে গুলি করে খুন, চাঞ্চল্য

Son Killed Father: পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে পরপর ঘুঁষি-লাথি মেরে খুন! ভাইরাল ভিডিও

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
‘মমতা নিজেই লন্ডন সফর লণ্ডভণ্ড করে এসেছেন!’ মমতাকে আক্রমণ করে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
'মহরমে ওরা অস্ত্র নিয়ে বেরোয়, আমরা রামনবমীতে নিলেই দোষ!' বিস্ফোরক দিলীপ | Dilip Ghosh Latest News