Kuwait: কুয়েতে আবাসনে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে ৪০ জন ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

বিদেশে পেশার খাতিরে গিয়ে অনেক ভারতীয়কেই প্রাণ হারাতে হয়েছে। তবে কুয়েতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তার নজির খুব বেশি নেই। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া।

কুয়েতে এক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় একসঙ্গে অন্তত ৪০ জন ভারতীয়র মৃত্যু হল। এই ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর 'এক্স' হ্যান্ডলে লেখা হয়েছে, ‘কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত ব্যক্তিরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করছি। পরিস্থিতির উপর নজর রেখেছে কুয়েতের ভারতীয় দূতাবাস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য কুয়েত প্রশাসনের সঙ্গে কাজ করছে ভারতীয় দূতাবাস।’

কুয়েতের ঘটনায় শোকপ্রকাশ বিদেশমন্ত্রীরও

Latest Videos

কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এতজন ভারতীয়র মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ৪০ জনেরও বেশি ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ৫০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়েছেন। আমরা আরও তথ্য পাওয়ার অপেক্ষায়। যাঁরা দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীরতম শোকপ্রকাশ করছি। যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে সাহায্য করছে।’

 

 

 

ভারতীয়দের সাহায্য করছে দূতাবাস

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজ ভারতীয় কর্মীদের সঙ্গে যে দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে সাহায্যের জন্য ফোন নাম্বারের ব্যবস্থা করেছে দূতাবাস। ফোন নাম্বার হল-+৯৬৫৬৫৫০৫২৪৬। সংশ্লিষ্ট সবাইকে আরও তথ্যের জন্য এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। সবরকম সাহায্য করার জন্য দায়বদ্ধ দূতাবাস।’ কুয়েত সরকার এই ঘটনার তদন্ত শুরু করেছে। যে ৬ তলা আবাসনে আগুন ধরে যায়, সেই আবাসনের মালিককে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জ্বালানি থেকে হুহু করে ছড়িয়েছে আগুন, এনওসি ছাড়াই চলছিল গেম জোন! রাজকোট অগ্নিকান্ডের 'নোংরা সত্যি' সামনে

Fire in Flight: মাঝ আকাশে উড়ন্ত বিমানের মধ্যে লেগে গেল আগুন! ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

Chhavi Mittal: চুলে দাউ দাউ করে জ্বলছে আগুন, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী ছবি মিত্তাল, ভাইরাল হল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News