News Round-up: নেপালে অস্থিরতা থেকে এশিয়া কাপ, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Sep 10, 2025, 07:31 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. নেপালে কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হতে পারে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে বেছে নিলেন আন্দোলনকারীরা। বুধবার ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ৫,০০০ আন্দোলনকারী। তাঁরা বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা করেন। একজন ইউটিউবারও নেপালের অন্তর্বর্তী নেতা হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু প্রাক্তন প্রধান বিচারপতিও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে। তিনি তরুণ প্রজন্মের ডাকে সাড়া দিয়ে নেপালের দায়িত্ব নিতে তৈরি বলে জানিয়েছেন। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ভার্চুয়াল বৈঠক, অন্তর্বর্তী নেতা হিসেবে প্রধান বিচারপতিকে বেছে নিলেন নেপালের আন্দোলনকারীরা

২. এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি ভারতীয় দল। এই ম্যাচে সূর্যকুমার যাদবরা সহজ জয় পাবেন বলেই আশায় ক্রিকেট মহল। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে ভারতীয় ক্রিকেটাররা। এরই মধ্যে এশিয়া কাপের মান নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'বাংলাদেশের মতো দলগুলির ভারতের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাই নেই!' এশিয়া কাপ নিয়ে হতাশ অশ্বিন

৩. কার্তিক মহারাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানহানির মামলা দায়ের করে বিপাকে তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্ত। কলকাতা হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়েছে। সব্যসাচীর ১১ হাজার টাকা জরিমানা হয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, এই মামলার কোনও সারবত্তা নেই। মামলা খারিজ হয়ে যাওয়ার পর কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা খারিজ, সব্যসাচী দত্তর ১১ হাজার টাকা জরিমানা

৪. এবার নির্দিষ্ট সময়ের আগে দেশে বর্ষা প্রবেশ করলেও, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও বৃষ্টি চলছে। মৌসম ভবন জানিয়েছে, বর্ষা তার গতিপথ পরিবর্তন করেছে। ফলে বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সারা দেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা! গতিপথ পরিবর্তন করেছে বর্ষা! জারি হয়েছে সতর্কতা

৫. পুজোর আগেই বর্ধিত হারে ডিএ-র টাকা পেতে পারেন রাজ্যের সরকারি কর্মীরা। ডিএ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে নবান্ন। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। পুজোর আগেই ৫ শতাংশ ডিএ বাড়াতে পারে রাজ্য সরকার।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- দুর্দান্ত ঘোষণা নবান্নের! বাংলার সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা? পুজোর আগেই ঢুকবে টাকা?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IND vs SA - জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে