- Home
- West Bengal
- West Bengal News
- পুজোর আগেই এসি লোকাল ট্রেন পরিষেবায় বাড়ছে স্টপেজের সংখ্যা, কোন-কোন স্টেশনে থামবে ট্রেন?
পুজোর আগেই এসি লোকাল ট্রেন পরিষেবায় বাড়ছে স্টপেজের সংখ্যা, কোন-কোন স্টেশনে থামবে ট্রেন?
AC Local Train News: শিয়ালদহ-বনগাঁ রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও সব স্টেশনে ট্রেন না দাঁড়ানোয় বাড়ছিল যাত্রীদের মধ্যে ক্ষোভ। এবার সেই বিষয়ে বড় সিদ্ধান্ত নিলো রেল কর্তৃপক্ষ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

এসি ট্রেনে বাড়ছে স্টপেজের সংখ্যা
শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ-রানাঘাট ভায়া বনগাঁ এসি লোকালে বাড়তি স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই বাড়তি পরিষেবা পাবেন যাত্রীরা।
কোন কোন স্টেশনে মিলবে পরিষেবা
শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল শ্যামনগর ও বেলঘরিয়া স্টেশনে দাঁড়াবে। অন্যদিকে, শিয়ালদহ-রানাঘাট ভায়া বনগাঁ এসি লোকালটি চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোড, বিড়া ও বিরাটি স্টেশনে নতুন স্টপেজ দেবে। আপাতত একমাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই পরিষেবা।
পুজোর আগে সুখবর
পুজোর আগে সুখবর। গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আরও ৩টি এসি লোকাল ট্রেন পরিষেবা পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে। শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পৌঁছাবে এসি লোকাল ট্রেন। সকালের রানাঘাট থেকে ০৭:১১ মিনিটে ছেড়ে বনগাঁয় সেটি পৌঁছে ০৭:৫২ মিনিটে ছা়ড়বে এবং শিয়ালদহে ০৯:৩৭ মিনিটে পৌঁছাবে।
ট্রেনের সময়
সন্ধ্যায়: শিয়ালদহ থেকে ১৮:১৪ মিনিটে ট্রেনটি ছাড়বে। এবং সেটি বনগাঁয় পৌঁছবে সন্ধ্যা ২০:০৪ মিনিটে। এবং রানাঘাটে ২০:৪১ মিনিটে পৌঁছাবে।
শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন পরিষেবা-
শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ০৯:৪৮ মিনিটে। কৃষ্ণনগর পৌঁছাবে ১২:০৭ মিনিটে।
এছাড়াও ডাউন ট্রেন: কৃষ্ণনগর থেকে ছাড়়বে দুপুর ১৩:৩০ মিনিটে। এবং সেটি শিয়ালদহে পৌঁছবে দুপুক ১৫:৪০ মিনিটে।
এই করিডোরের উপর নির্ভরশীল যাত্রীদের, বিশেষ করে নিকটবর্তী মায়াপুর ইসকন মন্দির থেকে আগত তীর্থযাত্রীদের এবং কল্যাণী এইমস হাসপাতালে যাতায়াত করা যাত্রীদের উভয়কেই পরিষেবা দেবে। ফলে আরও সহজ হবে এই রুটে যাতায়াত।
বাড়ছে আরও ট্রেনের সংখ্যা
বিধাননগর-কল্যাণী: যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য সন্ধ্যার ব্যস্ত সময়ে আরও ২টি নতুন ইএমইউ পরিষেবা মিলবে। বিধান নগর থেকে ছাড়বে প্রতিদিন রাত ৭টা ২৮ মিনিটে এবং সেটি কল্যাণী পৌঁছবে রাত ৮টা ৩৬ মিনিটে। একই ভাবে কল্যাণী থেকে ছাড়নে রাত ৮টা ৫২ মিনিটেে। শিয়ালদহে পৌঁছবে - রাত ১০.১৯ মিনিটে।

