Hamas Tunnels: গাজা স্ট্রিপে সুড়ঙ্গের জাল হামাসের, কোথায় বিপদ ইজরায়েল বাহিনীর সামনে

প্যালেস্টাইন সূত্রের খবর গাজা স্ট্রিপের নিচে একটি আস্ত শহর রয়েছে। যা কোরও এখনও চোখে পড়েনি। এই টানেল নেটওয়ার্ক প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত।

 

Saborni Mitra | Published : Oct 24, 2023 11:43 AM IST

ইজরায়েলের সেনা বাহিনীর প্রতীক্ষায় গাজাস্ট্রিপ ভূগর্ভস্থ টানেলের জাল বিছিয়ে হামাসরা। তেমনই মনে করছে সমর বিশেষজ্ঞরা। কারণ এখনও পর্যন্ত দুইএকটি বাঙ্কার ইজরায়েল ধ্বংস করতে পেরেছে। কিন্তু অধিকাংশই অক্ষত রয়েছে। গাজায় কেমন সুড়ঙ্গ নেটওয়ার্ক বেশ জানিয়েছেন প্যালেস্টাইনের এক চিড়িাখানা কর্মী। তিনি বলেছেন, মিশর থেকে সুড়ঙ্গ পথেই গাজায় আসে মাদক দ্রব্য। বস্তায় করে পাচার হয়। এখানেই শেষ নয়। চিড়িয়াখানার সিংহও সুড়ঙ্গ পথে পাচার হয়ে যায়। তিনি আরও বলেছেন, এই টানেল নেওয়ার্ক সম্পর্কে তাঁর অল্প জ্ঞান রয়েছে। কিন্তু তিনি অবাক হবেন না যদি শোনেন হামাসদের তৈরি টানেল দিয়ে হাতিও পাচার করা হয়েছে।

প্যালেস্টাইন সূত্রের খবর গাজা স্ট্রিপের নিচে একটি আস্ত শহর রয়েছে। যা কোরও এখনও চোখে পড়েনি। এই টানেল নেটওয়ার্ক প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত। এগুলি মাটির প্রায় ৩০ মিটার গভীরে। কোনও কোনও টানেল আবার ৭০ কিলোমিটার গভীরে তৈরি করা হয়েছে। যা ইজরায়েলের বোমা কিছুই করতে পারবে না। টানেলগুলি বোমা প্রতিরোধক। কারণ এগুলি এতটাই শক্ত কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে যা সাধারণ বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হবে না।

Latest Videos

হামাসের টানেলগুলিও ইজায়েল বাহিনীর কাছে সবথেকে বেশি চ্যালেঞ্জের। বিশেষজ্ঞদের অনুমান হামাসরা টানেলে এখনও পর্যন্ত ২০০ জন ইজরায়েলিকে পণবন্দি করে রেখেছে। এদিন সেখান থেকে ৫০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

গাজাস্ট্রিপ হল একটি ঘনবসতিপূর্ণ শহর। প্রচুর বহুতল রয়েছে। তারই নিচ গিয়ে সুড়ঙ্গের জাল বিছিয়েছে হামাসরা। সেই কারণেই ইজরায়েল বাহিনীর কাছে টানেল দখল করা বা ধ্বংস করা অত্যান্ত কঠিন। বিশেষজ্ঞদের অনুমান হামাসদের নিরাপদে চলাফেরা করার অন্যতম পথ হল এই টানেল। টানেলগুলির কোথায় কি রয়েছে তা জানানেই ইজরায়েলের। তাই সেখানেই এগিয়ে থাকবে হামাসরা। গাজা সীমান্তের দুই পাশের মানুষের জন্য টানেলগুলো বড় হুমকি। কারণ সেখানে প্রচুর স্কুল, মসজিদ আর সাধারণ মানুষের বাড়ি রয়েছে। যুদ্ধে তারাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। এর বিশেষজ্ঞ বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকার নিচেই হামাসরা টানেল তৈরি করেছে। আর সুড়ঙ্গের অ্যাক্সস পয়েন্টগুলিতে স্কুল মসজিদ , হাসপাতাল, তৈরি করে রেখেছে। এগুলি তাদের জঙ্গিদের নিরাপত্তার ব্যবস্থা করছে।

হামাস কীভাবে 'গাজা মেট্রো' তৈরি করেছে?

প্রাথমিকভাবে, পণ্য পাচারের জন্য ব্যবহৃত হয় -- ভায়াগ্রা থেকে রেফ্রিজারেটর পর্যন্ত -- এবং গাজায় জ্বালানি, টানেল নেটওয়ার্কটি তার কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, অস্ত্রের ভাণ্ডার এবং এমনকি এর নেতৃত্বের জন্য পরিণত হয়েছে। গাজার টানেলে হামাসের পুরো সামরিক যন্ত্রপাতি রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, ২০০৫ সালে ইজরায়েল গাজা থেকে সেনা অপসারণের পর হামাসরা টানেল তৈরিতে আরও জোর দেয়। বিশেষজ্ঞদের মতে টানেল কংক্রিট দিয়ে তৈরি। বিদ্যুৎ ও বায়ু চলাচলেরও ব্যবস্থা রয়েছে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর
এ সিভিক না গুন্ডা! সামান্য বচসায় হেলমেট দিয়ে মেরে এ কী হাল করল যুবকের?
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার