Mocha update: মোকার ভয়াবহতায় তছনছ মায়ানমার, ইতিমধ্যেই মৃত ৩, জারি হয়েছে বন্যার সতর্কতা

বন্যার সতর্কতাও জারি হয়েছে। ঝড়ের হাত থেকে বাঁচতে কাতারে কাতারে মানুষ আশ্রয় নিয়েছে মায়ানমারের উপকূলীয় অঞ্চলের মঠ, প্যাগোডা এবং স্কুলগলিতে।

 

মায়ানমারে তাণ্ডব চালাচ্ছে মোকা। রবিবারই প্রবল গতিতে মায়ানমারের সিতওয়ে বন্দরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোকা স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর জেরেই কার্যত তছনছ হয়ে গিয়েচে মায়ানমারের উপকূলবর্তী এলাকা। ইতিমধ্যেই ঝড়ের বলি হয়েছেন তিন মায়ানমারবাসী। আরও প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বন্যার সতর্কতাও জারি হয়েছে। ঝড়ের হাত থেকে বাঁচতে কাতারে কাতারে মানুষ আশ্রয় নিয়েছে মায়ানমারের উপকূলীয় অঞ্চলের মঠ, প্যাগোডা এবং স্কুলগলিতে।

পূর্বাভাস অনুযায়ী সমুদ্র পেরিয়ে স্থলভাগে প্রবেশ করে মায়ানমারেই ল্যান্ডফল হয় মোকার। তবে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ। ল্যান্ডফলের পরই সিতওয়ে বন্দরে ধ্বংসলীলা শুরু হয় ঘূর্ণিঝড়ের। ঝড়ের গতিবেগ ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। মোকার প্রভাবে উত্তর মায়ানমারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এছাড়া মায়ানমারের উপকূলের গ্রামগুলিতেও বিপর্যয়ের আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই পাঁচ লক্ষ মানুষকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া রাখাইন রাজ্যের কিয়াউকফিউ, মংডু, রাথেডাং, মাইবোন, পাউকতাও এবং মুনাং শহরগুলোতে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে রাখাইনের উপকূলবর্তী শহর সিতওয়েতে। অন্যদিকে ল্যান্ডফল না হলেও মোকার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। বাংলাদেশ-মায়ানমার লাগোয়া বিশ্বের অন্যতম বড় রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়তে পারে বলে জানা যাচ্ছে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইতিমধ্যেই দেড় হাজার আশ্রয়স্থল গড়ে তোলা হয়েছে সেখানে।

Latest Videos

পশ্চিমবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ কিছুটা কম হলেও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর সোমবার থেকে ব্যাপক গরম বাড়বে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, মোকার প্রভাবে পশ্চিমবঙ্গেও মেঘ ঢুকেছে। এর ফলেই আপাতত কলকাতা সহ গোটা রাজ্যের তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তবে ‘মোকা’-র ল্যান্ডফলের পরই পশ্চিমবঙ্গের আকাশ থেকে মেঘ চলে যাবে। তখনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে থাকবে এবং রাজ্যের পশ্চিমাঞ্চল তাপপ্রবাহের কবলে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় ‘মোকা’ সরাসরিভাবে না এসে পড়লেও এর পরোক্ষ প্রভাব যথেষ্ট পড়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে।

আরও পড়ুন -

মোকার প্রভাবে রাজ্যে ঢুকছে জলীয়বাষ্প, আগামী সপ্তাহের মধ্যেই ভিজবে দক্ষিণবঙ্গ

শনিবার থেকেই আবহাওয়ায় বড় বদল, টানা কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস উভয় বঙ্গে

'বাংলায় গণতন্ত্র কোমায়', বই প্রকাশ অনুষ্ঠানে ডায়মন্ড হারবারের কথা স্মরণ করে মমতাকে তোপ নাড্ডার

Share this article
click me!

Latest Videos

Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M