Dubai Floods: 'মন্দির বানিয়েছে বলে আল্লাহর রোষে দুবাই,' দাবি পাকিস্তানি যুবকের, ভাইরাল ভিডিও

পাকিস্তানে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার অভাব, সাধারণ বোধবুদ্ধির অভাব, মৌলবাদ বাড়ছে। দুবাইয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও ধর্মীয় কারণ খুঁজে পেয়েছে পাকিস্তানের এক ব্যক্তি।

বিএপিএস মন্দির বানিয়েছে বলেই আল্লাহর রোষে পড়েছে দুবাই। এমনই দাবি করল পাকিস্তানের এক ব্যক্তি। তার দাবি, সংযুক্ত আরব আমিরশাহি মূর্তি ভাঙা ব্যক্তিদের দেশ। সেখানে যারা মূর্তিপুজো করে তাদের মন্দির বানানো হয়েছে বলেই আল্লাহ ক্ষুব্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। পাকিস্তানের এই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘বৃষ্টির মাধ্যমে আল্লাহর রোষ টের পেয়েছে দুবাই। কারণ, সম্প্রতি সেখানে মন্দির বানানো হয়েছে। মূর্তি ভাঙা ব্যক্তিদের জায়গায় মূর্তিপুজো করা ব্যক্তিদের জন্য মন্দির বানানো হয়েছে।’ সোশ্যাল মিডিয়ায় অনেকে এই দাবি সমর্থনও করছে। ফলে পাকিস্তানের সাধারণ মানুষের শিক্ষা ও বোধবুদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে।

আবু ধাবিতে মন্দির

Latest Videos

এ বছরের ফেব্রুয়ারিতে আবু ধাবিতে বোচাসনওয়াসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এটাই আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির। ৭০০ টাকা কোটি ব্যয়ে ২৭ একর জমিতে তৈরি হয়েছে এই মন্দির। ২০১৮ সালে এই মন্দিরের শিলান্যাস করেনছিলেন মোদী। এরপর তিনিই মন্দির উদ্বোধন করেন। সংযুক্ত আরব আমিরশাহি-সহ পশ্চিম এশিয়ায় থাকা হিন্দুরা এই মন্দির হওয়ায় খুশি। কিন্তু পাকিস্তানিরা এই মন্দির নিয়ে অসন্তুষ্ট। 

 

 

দুবাইয়ে ফের দুর্যোগের পূর্বাভাস

সংযুক্ত আরব আমিরশাহির ন্যাশনাল সেন্টার ফর মেটেরলজি পূর্বাভাস দিয়েছে, সোমবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধেবেলা ফের বৃষ্টি হতে পারে। বুধবার আবহাওয়ার উন্নতি হতে পারে। তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আবহাওয়া বিশারদ ড. আহমেদ হাবিব বলেছেন, ‘উদ্বেগের কোনও কারণ নেই। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। গত সপ্তাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই। পশ্চিম উপকূল থেকে সংযুক্ত আরব আমিরশাহির দিকে আসছে মেঘ। এর ফলে হাল্কা বৃষ্টি হতে পারে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

BAPS Temple: আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রীর

আবু ধাবির BAPS হিন্দু মন্দিরে পালিত 'ওমসিয়াত', বিভিন্ন ধর্মের প্রতিনিধি এক ছাদের তলায়

আকাশ ভাঙা বৃষ্টি দুবাইয়ে! জলের তলায় তলিয়ে গেল রাস্তাঘাট, বিমান বন্দর

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia