সাত সেকেন্ডেই শত্রুকে প্রতিহত করবে রাশিয়ার বুরেভেস্টনিক মিসাইল, আমেরিকাকে নতুন চমক পুতিনের

Published : Oct 29, 2025, 08:53 AM IST

Russian New Technology: মিসাইলের অত্যাধুনিকতায় তাক লাগিয়ে দিলো রাশিয়া। এবার বুরভেস্টেনিকের হাত ধরে প্রযুক্তি ক্ষেত্রে আরও পরিবর্তন আনলো রাশিয়া। জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
রাশিয়ার নতুন প্রযুক্তি

এতদিন শুধু মুখেই কটাক্ষ করেছেন। এবার বাস্তবে নয়া মিসাইলের মহড়া দেখিয়ে আমেরিকাকে তাক লাগালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শত্রুকে প্রতিহত করতে চাইলেই যে কোনও সময় এই অত্যাধুনিক মিসাইলের ব্যবহার করতে পারে রাশিয়া। এমনকি এই বিষয়ে রুশ সেনাকর্তা ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন যে, নতুন এই মিসাইল হল আকাশে ফাইনাল ম্যাচের প্লেয়ার। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলার জন্য সব ধরনের প্লেয়ার রাশিয়ার হাতে আছে। 

25
রুশ সেনার হাতে নতুন বুরেভেস্টনিক মিসাইল

জানা গিয়েছে, রাশিয়ার নতুন এই বুরেভেস্টনিক মিসাইল একটানা আকাশে ১৫ ঘন্টা ভেসে থাকার ক্ষমতা রাখে। এমনকি ১৪ হাজার মাইল পথ অতিক্রম করে শত্রুর ডেরায় গিয়ে শত্রুকে প্রতিহত করতে সক্ষম। শুধু তাই নয়, চূড়ান্ত নির্দেশ না পাওয়া পর্যন্ত আকাশেই ঘুরপাক খায় এই মিসাইল। নির্দেশ পাওয়ার সাত মিনিটের মধ্যেই আক্রমণ করে এই বুরেভেস্টনিক।

35
বুরেভেস্টনিক নিয়ে কী দাবি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের?

রাশিয়ার নয়া এই বুরেভেস্টনিক মিসাইলের মহড়া তাক লাগিয়ে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। তাদের মতে, বুরেভেস্টনিক হল ফাদার অফ অল মিসাইল। মানছে খোদ আমেরিকা। কারণ, রাশিয়ার তৈরি নতুন এই মিসাইলের রয়েছে চারটি আশ্চর্যজনক ক্ষমতা। যা গ্রিন সিগন্যাল না পেলে শত্রুর ডেরায় গিয়ে থমকেও যেতে পারে। ফলে চূড়ান্ত বার্তা না পাওয়া পর্যন্ত আঘাত হানবে না বুরেভেস্টনিক মিসাইল। 

45
বুরেভেস্টনিকে চার বিশেষ গুন

পুতিন সরকারের তৈরি এই বুরেভেস্টনিক মিসাইলের রয়েছে মোট চারটি বিশেষ বৈশিষ্ট। যা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। এই চারটি গুন হল-  1. একটানা মোট ১৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 

2. এই প্রযুক্তি সারা বিশ্ব আগে কখনও দেখেনি। 

3. লক্ষ্যবস্তুর খুব কাছে গিয়েও থেমে থাকতে পারে। 

4. বিস্ফোরক বহনের ক্ষমতা রাখে এই মিসাইল। 

55
আরও বড় কোনও যুদ্ধের ইঙ্গিত

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে লাগাতার রুশ-ইউক্রেনের মধ্যে চলা চার বছর ধরে যুদ্ধের এবার অবসানের  জন্য বলা হচ্ছে। যদিও ট্রাম্পের কথায় কর্ণপাত না করে একের পর এক মিসাইলের মহড়া দেখিয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছেন পুতিন। তাহলে কী এবার ইউক্রেনের ওপর আরও বড় হামলা হলে পারে? উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই আশঙ্কাও। তবে এখন দেখার বুরেভেস্টনিক মিসাইল মহড়া শেষে কোন পথে এগোয় রুশ বনাম ইউক্রেন সঙ্ঘাতের চিত্র। 

Read more Photos on
click me!

Recommended Stories