রাজধানী কিভে ফের রাশিয়ার ড্রোন হামলা, আঘাত সত্ত্বেও ১৩টি ড্রোনকে গুলি করে নামাল ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী

প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানান, ইরানের তৈরি ১৩টি কামিকাজে ড্রোনকে গুলি করে নামিয়ে এনেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। 

যুদ্ধ লাগার পর কেটে গেছে প্রায় ১০ মাস। রাশিয়ার একের পর এক হানায় বিধ্বস্ত হয়েও মাটি আঁকড়ে জোর লড়াই দিয়ে চলেছে ভলোদিমির জেলেনস্কির ইউক্রেন। ইউক্রেন সেনাদের বীরত্বের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয়েছে রুশ বাহিনী। অধিকার করে নেওয়ার পরেও ছেড়ে দিতে হয়েছে খারকিভ, খেরসন, কিভ সহ বহু গুরুত্বপূর্ণ অঞ্চলের দখলদারি। এবার রাজধানী কিভের দিকে নিশানা করে ওড়ানো রাশিয়ার ১৩টি ড্রোনকে গুলি করে সদর্পে নিচে নামিয়ে দিল ইউক্রেন সেনা।

১৪ ডিসেম্বর, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বিবৃতি দিয়ে জানান, ইরানের তৈরি ১৩টি কামিকাজে ড্রোনকে গুলি করে নামিয়ে এনেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। তিনি অভিযোগ করেন, ওই ‘আত্মঘাতী’ ড্রোনগুলি রাজধানী কিভকে লক্ষ্য করে পাঠিয়েছিল রাশিয়া। জ়েলেনস্কির কথায়, ‘‘আজ সকালে ১৩টি শাহেদ (ইরানি ড্রোন) নিয়ে শুরু করেছিল রাশিয়া...।’’

Latest Videos

জ়েলেনস্কির বিবৃতির আগে দেশের রাজধানী কিভের মেয়র ভিতালি ক্লিটস্কো-ও একটি টেলিগ্রামে দাবি করেন যে, বুধবার সকালে রাজধানী শহরের শেভচেঙ্কিভস্কি এলাকায় বিস্ফোরণ ঘটেছে। যদিও তাঁর বিবৃতিতে ড্রোনের সংখ্যাটা ছিল ১০। তিনি বলেছিলেন, ১০টি শাহেদ ড্রোনকে নামানো হয়েছে। ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ওলেক্সি গনচারেঙ্কোও টুইটে লিখেছিলেন, ‘‘প্রতিবেশী রাশিয়ার সৌজন্যে অ্যালার্ম ঘড়ির বদলে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙল ইউক্রেনীয়দের!’’

রাশিয়া-কৃত বিস্ফোরণের প্রভাবে ইউক্রেনের দু’টি প্রশাসনিক ভবন এবং চারটি আবাসিক ভবন প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। কিভের একজন বাসিন্দা জানিয়েছেন, ‘‘ভোর সাড়ে ছ’টার সময় মপেডের মতো একটা কিছু বাড়ির পিছনে এসে পড়ল। তার পরেই বিস্ফোরণ। শীত আসছে। কী ভাবে বাঁচব জানি না।’’ অপর এক ইউক্রেনবাসীর বক্তব্য, ‘‘যে ভাবে আমার ঘরের জানলার কাচগুলো ভাঙল, আর একটু হলেই আমার ঘুমন্ত বাচ্চাদের লাগত। আমি তো পুতিনের কোনও ক্ষতি করিনি। উনি আমাদের সঙ্গে এটা করছেন কী ভাবে?’’

তবে, রাজধানী শহরে বিস্ফোরণের আতঙ্ক এখনও কাটেনি। ফের বিস্ফোরণ হতে পারে বলে অধিবাসীদের সতর্ক করেছেন কিভ নিকটস্থ ঝাইতোমির অঞ্চলের গভর্নর ভিতালি বুনেচকো। হামলার পরেও বরফে ঢাকা কিভের বিদ্যুৎক্ষেত্রটি অক্ষত আছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বিভাগকে তাঁদের প্রতিরক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের ন্যাশনাল গ্রিড ম্যানেজার।


আরও পড়ুন-
শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিড়ম্বনায় বিজেপি, এবার তাঁকে ডেকে সরাসরি ভর্ৎসনা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ
গরু পাচারের সঙ্গে যুক্ত শুধুই এনামুল হকের ভাগ্নেরা? জবাব যাচাই করতে রাইস মিলে হানা দিল সিআইডি
‘অজানা’ কোনও ব্যক্তিই অপরাধমূলক তথ্য ঢুকিয়েছিলেন স্ট্য়ান স্বামীর কম্পিউটারে, মৃত্যুর পরে কি প্রমাণ হবে তিনি ‘নির্দোষ’?

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury