Viral Video: মোমোর মধ্যে কিলবিল করছে কেঁচো! মুখে দেওয়ার আগে ভালো করে দেখে নিন

চটজলদি পেট-ভরা খাবার তো বটেই, ফ্যাট-লেস হওয়ার কারণেও সব বয়সি মানুষরা মোমো খেতে খুবই ভালোবাসেন। কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে মারাত্মক ভিডিওটি প্রকাশিত হয়েছে, তা দেখলে অস্বস্তি হতে শুরু করবে তো বটেই, খাবার খাওয়ার সময় তীব্র মানসিক কষ্টও হতে পারে।

স্ট্রিট ফুড সারা বিশ্বের মানুষের কাছেই বেশ আকর্ষণের বিষয়। বিভিন্ন স্বাদে, বিভিন্ন জায়গায় বিক্রি হয় ভিন্ন ভিন্ন স্ট্রিট ফুড, তার রকমারি ফ্লেভারে জিভে জল আসতে বাধ্য। তেমনই একটি জনপ্রিয় স্ট্রিট ফুড হল মোমো। বিগত কয়েক বছর ধরেই বাঙালিদের রসনায় জায়গা করে নিয়েছে এই চিনে খাবার। পাহাড়ি অঞ্চল তো বটেই, সমতলেও এর চাহিদা অপ্রতুল। কলকাতা থেকে দার্জিলিং… পথেঘাটে মোমোর জনপ্রিয়তা সবসময়ই তুঙ্গে। 

চটজলদি পেট-ভরা খাবার তো বটেই, ফ্যাট-লেস হওয়ার কারণেও সব বয়সি মানুষরা মোমো খেতে খুবই ভালোবাসেন। কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে মারাত্মক ভিডিওটি প্রকাশিত হয়েছে, তা দেখলে অস্বস্তি হতে শুরু করবে তো বটেই, খাবার খাওয়ার সময় তীব্র মানসিক কষ্টও হতে পারে। 
-

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, কোনও এক রাঁধুনি (যাঁর পরিচয় জানা যায়নি) একটি মোমোর ডাম্পলিং তৈরি করছেন। সেই ডাম্পলিং-এর ভেতর পুর-এর জায়গায় রয়েছে কতগুলি জ্যান্ত কেন্নো জাতীয় জীব। কিলবিল করা সেই কেন্নো ঢুকিয়েই মোমোর মুখ বন্ধ করছেন রাঁধুনি। 
-

কেঁচো-ভরা সেই মোমো সেদ্ধও করা হচ্ছে গরম জলের ভাপে। তারপর ভিডিওতে সেদ্ধ হওয়া মোমোর মুখটা খুলে ভেতরটা দেখানো হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, সেদ্ধ হয়ে গেলেও ভেতরের কেঁচোগুলি একেবারে প্রাণহীন হয়ে যায়নি। তারা তখনও মোমোর ভেতরে কিলবিল করছে। গা-ঘিনঘিন করে ওঠা এই ভিডিও দেখে সরাসরি চিনে খাবারের বিরুদ্ধেই নিজেদের বিরক্তি উগরে দিয়েছেন নেটিজেনরা। 
 



Viral Video: 'ড্রাই স্টেট'-এর এ কি অবস্থা! মদের গাড়ি উলটে যেতেই হামলে পড়লেন বিহারের মানুষ, দেখুন ভিডিও

করওয়া চৌথের আগে স্বামীর সঙ্গে জমিয়ে শপিং, তারপরেই দেওরের সঙ্গে পালিয়ে গেলেন গৃহবধূ!

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar