Viral Video: মোমোর মধ্যে কিলবিল করছে কেঁচো! মুখে দেওয়ার আগে ভালো করে দেখে নিন

চটজলদি পেট-ভরা খাবার তো বটেই, ফ্যাট-লেস হওয়ার কারণেও সব বয়সি মানুষরা মোমো খেতে খুবই ভালোবাসেন। কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে মারাত্মক ভিডিওটি প্রকাশিত হয়েছে, তা দেখলে অস্বস্তি হতে শুরু করবে তো বটেই, খাবার খাওয়ার সময় তীব্র মানসিক কষ্টও হতে পারে।

স্ট্রিট ফুড সারা বিশ্বের মানুষের কাছেই বেশ আকর্ষণের বিষয়। বিভিন্ন স্বাদে, বিভিন্ন জায়গায় বিক্রি হয় ভিন্ন ভিন্ন স্ট্রিট ফুড, তার রকমারি ফ্লেভারে জিভে জল আসতে বাধ্য। তেমনই একটি জনপ্রিয় স্ট্রিট ফুড হল মোমো। বিগত কয়েক বছর ধরেই বাঙালিদের রসনায় জায়গা করে নিয়েছে এই চিনে খাবার। পাহাড়ি অঞ্চল তো বটেই, সমতলেও এর চাহিদা অপ্রতুল। কলকাতা থেকে দার্জিলিং… পথেঘাটে মোমোর জনপ্রিয়তা সবসময়ই তুঙ্গে। 

চটজলদি পেট-ভরা খাবার তো বটেই, ফ্যাট-লেস হওয়ার কারণেও সব বয়সি মানুষরা মোমো খেতে খুবই ভালোবাসেন। কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে মারাত্মক ভিডিওটি প্রকাশিত হয়েছে, তা দেখলে অস্বস্তি হতে শুরু করবে তো বটেই, খাবার খাওয়ার সময় তীব্র মানসিক কষ্টও হতে পারে। 
-

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, কোনও এক রাঁধুনি (যাঁর পরিচয় জানা যায়নি) একটি মোমোর ডাম্পলিং তৈরি করছেন। সেই ডাম্পলিং-এর ভেতর পুর-এর জায়গায় রয়েছে কতগুলি জ্যান্ত কেন্নো জাতীয় জীব। কিলবিল করা সেই কেন্নো ঢুকিয়েই মোমোর মুখ বন্ধ করছেন রাঁধুনি। 
-

কেঁচো-ভরা সেই মোমো সেদ্ধও করা হচ্ছে গরম জলের ভাপে। তারপর ভিডিওতে সেদ্ধ হওয়া মোমোর মুখটা খুলে ভেতরটা দেখানো হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, সেদ্ধ হয়ে গেলেও ভেতরের কেঁচোগুলি একেবারে প্রাণহীন হয়ে যায়নি। তারা তখনও মোমোর ভেতরে কিলবিল করছে। গা-ঘিনঘিন করে ওঠা এই ভিডিও দেখে সরাসরি চিনে খাবারের বিরুদ্ধেই নিজেদের বিরক্তি উগরে দিয়েছেন নেটিজেনরা। 
 



Viral Video: 'ড্রাই স্টেট'-এর এ কি অবস্থা! মদের গাড়ি উলটে যেতেই হামলে পড়লেন বিহারের মানুষ, দেখুন ভিডিও

করওয়া চৌথের আগে স্বামীর সঙ্গে জমিয়ে শপিং, তারপরেই দেওরের সঙ্গে পালিয়ে গেলেন গৃহবধূ!

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia