আইপিএলের মাঝেই ফের জল্পনা, জাতীয় দলের হয়ে ফিরতে পারেন এবি ডিভিলিয়ার্স

Published : Apr 17, 2021, 02:08 PM IST
আইপিএলের মাঝেই ফের জল্পনা, জাতীয় দলের হয়ে ফিরতে পারেন এবি ডিভিলিয়ার্স

সংক্ষিপ্ত

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এবিডি তারপর থেকে একাধিকবার জল্পনা তৈরি হয়েছে অবসর ভাঙার এবার আইপিএলের মাঝে সেই জল্পনা ফের উস্কে দিলেন মার্ক বাউচার যদিও এই বিষয়ে নিজে এখনও কিছুই জানাননি প্রাক্তন প্রোটিয়া তারকা  

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। কিন্তু আইপিএলের মঞ্চে নিজের চেনা ছন্দেই রয়েছে আধুনিক ক্রিকেটের মিস্টারর ৩৬০ ডিগ্রি। বিগত দু বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও, একাধিকবার জল্পনা তৈরি হয়েছে ডিভিলিয়ার্স অবসর ভেঙে ফের দেশের জার্সিতে ফিরবেন। এবার আইপিলের মাঝেই সেই জল্পনা আরও একবার উস্কে দিলেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার।

প্রোটিয়া কোচের দেওয়া ইঙ্গিত অনুযায়ী ফের আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা যেতে পারে এবিডিকে। এক সাক্ষাৎকারে বাউচার বলেছেন,'আইপিএলে যাওয়ার আগে এই বিষয়ে ডিভিলিয়ার্সের সঙ্গে আমার কথা হয়েছে। আলোচনা বেশ ভাল জায়গায় রয়েছে। এবি চাইছে আইপিএলে ভাল খেলে বাকি দুনিয়াকে দেখিয়ে দিতে যে ও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্ষমতা রাখে। এখনও বিশ্ব ক্রিকেট শাসন করতে পারে।' আইপিএল শেষে ফের ডিভিলিয়ার্সের অবসর ভাঙার বিষয়ে কথা হবে বলেও জানিয়েছেন মার্ক বাউচার।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে এবি ডিভিলিয়ার্স ১১ ম্য়াচে ৫০.৭৭ গড়ে ৮৭৬৫ রান করেছেন। একদিনের ক্রিকেটে করেছেন ২২৮ ম্যাচে ৫৩.৫ গড়ে ৯৫৭৭ রান। আন্তর্জাতিক টি২০-তে করেছেন ৭৮ ম্যাচে ২৬ গড়ে ১৬৭২ রান। আইপিএলের মঞ্চেও সফল এবিডি। এখনও পর্যন্ত ১৭১ ম্য়াচে ৪০ গড়ে করেছেন ৪৮৯৮ রান। প্রোটিয়া কোচ মার্ক বাউচার এবি ডিভিলিয়ার্সের ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গত দেওয়ায় খুশি এবিডি ভক্তরা। যদিও এই বিষয়ে নিজে এখনও কিছুই জানাননি ডিভিলিয়ার্স।

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে