কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কী হতে চলেছে দুই দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে

Published : Apr 13, 2021, 01:10 PM ISTUpdated : Apr 16, 2021, 11:16 AM IST
কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কী হতে চলেছে দুই দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে

সংক্ষিপ্ত

আজ আইপিএলে আরও একটি মেগা ম্যাচ মুখোমুখি হতে চলেছে কেকেআর ও মুম্বউ ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে জয় পেয়েছে কেকেআর, হারতে হয়েছে মুম্বইকে দ্বিতীয় ম্যাতে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জল্পনা  

আজ আইপিএলের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে মানছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে কেকেআর জয় পেলেও , হারতে হয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। তাই দ্বিতীয় ম্যাচ থেকে জয়ের  সরণিতে ফেরাই লক্ষ্য রোহিত শর্মার দলের। প্রথম ম্যাচে জয় পাওয়ার কারণে ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে কোনও পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। অপরদিকে, প্রথম ম্যাচে হারলেও দলে পরিবর্তন পক্ষে সায় নেই ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।

আরও পড়ুনঃ অদেখা বিকিনি ফটোশুটে আইপিএল গরম করলেন হার্দিক পত্নী নতাসা, যা দেখে ঘাম ছুটছে নেটিজেনদের

কেকেআরের সম্ভাব্য একাদশ-
এখনও পর্যন্ত যা খবর, অপরিবর্তিত থাকছে কেকেআরের প্রথম একাদশ। ব্যাটিং লাইনআপে  থাকছেন নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক ( উইকেট রক্ষক)। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন আন্দ্রে রাসেল ও শাকিব আল হাসান। বোলিং লাইনআপে থাকছেন প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।

আরও পড়ুনঃ রোহিতের বউ রীতিকার সঙ্গে কোহলির প্রেম, গিয়েছিলেন ডেটিংয়ে, জানুন সেই ভাইরাল কাহিনি

মুম্বই ইন্ডিয়ান্সেরর সম্ভাব্য একাদশ-
অপরদিকে মুম্বই ইন্ডিয়ান্স সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে প্রথম ম্যাচের একাদশই ধরে রাখতে চলেছে রোহিত শর্মার দল। ব্যাটিং লাইনআপে থাকছেন রোহিত শর্মা (অধিনায়ক), ক্রিস লিন, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ (উইকেট রক্ষক),হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া। বোলিং লাইনআপে থাকছেন রাহুল চাহার, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।

আরও পড়ুনঃ সিএসকে তারকার বোন এই সুপার হট অ্যান্ড সেক্সি মডেল, নেশা ধরাবে তার ছবির অ্যালবাম

দুই দলের পরিসংখ্যানের নিরিখে মুম্বই ইন্ডয়ান্স এগিয়ে রয়েছে। মোট ২৭টি ম্যাচে ২১টিতে জয় পেয়েছে মুম্বই ও ৬টিতে জয় পেয়েছে কেকেআর। তবে এবার প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী নাইটরা। কিন্তু দুই দলের সার্বিক শক্তি বিচার করলে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে কিছুটা এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। তাই আজ হাড্ডাহাড্ডি, রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেট প্রেমিরা।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?