মুম্বই বনাম রাজস্থান ম্য়াচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে

  • শেষ দুই ম্য়াচে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে
  • অপরদিকে শেষ ম্য়াচে নাইটদের হারিয়েছে রাজস্থান
  • আজকের ম্যাচে জিততে মরিয়া দুই দলের অধিনায়ক
  • দেখে নিন আজকের ম্যাতে কারা থাকতে পারে প্রথম একাদশে
     

আজ আইপিএলের প্রথম ম্যাচে অভিজ্ঞতা বনাম তারুণের লড়াই। একদিকে ৫ বার আইপিএলের ট্রফি জয়ের অভিজ্ঞতা সম্পন্ন রোহিত শর্মা, অপরদিকে এবার প্রথম অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া সঞ্জু স্যামসন। এই দ্বৈরথ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ক্রিকেট প্রেমিরা। যদিও এবারের আইপিএলে এখনও পর্যন্ত খুব একটা ভালো যায়নি দুই দলের। ৫টি ম্যাচ ২টি জয় পেয়েছে মুম্বই ও রাজস্থান। আজকের ম্যাচ জিতে এগিয়ে যেতে মরিয়া দুই দল। ফলে এই হাড্ডাহাড্ডি ম্যাচের আগে কি হতে চলেছে দুই দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
পরপর দুটি ম্যাচ হারলেও, আজকের ম্য়াচে প্রথম একাদশে খুব একটা পরিবর্তন আনার সম্ভাবনা নেই মুম্বই ইন্ডিয়ান্সের। আজকের ম্যাচে মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে থাকছেন রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডিকক (উইকেট রক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া। বোলিং লাইনআপে থাকছেন রাহুল চাহার, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।

Latest Videos

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ-
শেষ ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে জয় অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়েছে রাজস্থান রয়্যালসের। ফলে দলের উইনিং কম্বিনেশন না ভাঙার সম্ভাবনাই বেশি রয়্যালস টিম ম্য়ানেজমেন্টের। রাজস্থানের ব্যাটিং লাইনআপে থাকছেন জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), ডেভিড মিলার। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস। বোলিং লাইনআপে থাকছেন জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

দলগত শক্তির বিচারে মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা এগিয়ে থাকলেও, দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কিন্তু হাড্ডাহাড্ডি। ২৫ ম্য়াচের মধ্যে ১২টি করে ম্যাচ জিতেছে দুই দল। একটি ম্য়াচ অমীমাংসীত। ফলে আজও মুম্বই বনাম রাজস্থানের মধ্যে একটি রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Share this article
click me!

Latest Videos

Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল
শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ Kunal Ghosh-এর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
পাসপোর্ট চক্রে গ্রেফতার Lalbazar-র প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি Ashok Nagar-এ