লকডাউনের মাঝে মুদিখানা দোকানে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য ডুয়ার্সের ওদলাবাড়িতে

Published : Mar 30, 2020, 09:54 PM ISTUpdated : Mar 30, 2020, 09:58 PM IST
লকডাউনের মাঝে মুদিখানা দোকানে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য ডুয়ার্সের ওদলাবাড়িতে

সংক্ষিপ্ত

লকডাউনে ব্যাহত জনজীবন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাল মুদিখানার দোকানে হানা দিল দুষ্কৃতীরা চাঞ্চল্য ডুয়ার্সের ওদলাবাড়িতে

লকডাউনের মাঝেই এবার চুরি মুদিখানায় দোকানে! ডাল, চাল, তেল লুঠ করে নিল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জুয়ার্সের ওদলাবাড়িতে। তদন্তে নেমেছে পুলিশ। 

আরও পড়ুন: লকডাউনে খাদ্যের সংকট, পথকুকুরদের রান্না করা খাবার খাওয়ালেন পশুপ্রেমীরা

রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকান-বাজারও। এলাকায়  দিনভর টহল দিচ্ছে পুলিশ। লকডাউন এড়িয়ে রাস্তা বেরোলে আর রক্ষে নেই। কোথাও লাঠিচার্জ করছে উর্দিধারীরাও. তো কোথাও আবার কাঠ ধরে উঠবোস করানো হচ্ছে আইনভঙ্গকারীদের। তবে মুদিখানার মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান অবশ্য লকডাউনের আওতায় বাইরে। অতিরিক্ত চাহিদার কারণে এখন দোকানে অতিরিক্ত সামগ্রী মজুত করে রাখছেন অনেকেই। ঠিক যেমনটা করে রেখেছিলেন জলপাইগুড়ির ওদলাবাড়ি শহরের ব্যবসায়ী লালবাবু প্রসাদ। শহরের হিরা রোডে মুদিখানার দোকান চালান তিনি। রবিবার রাতে দোকানে হানা দেন দুষ্কৃতীরা। চাল, ডাল, তেল, এমনকী ক্যাশবাস্ক থেকে নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। 

আরও পড়ুন: এক মাসের 'অগ্রিম বেতন' দেবে রাজ্য়, করোনায় নয়া প্রস্তাব মুখ্য়মন্ত্রীর

আরও পড়ুন: ৩০০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু কলকাতা মেডিকেলে, থাকছে বিশেষ গেট

সোমবার সকালে দোকান খুলতে গিয়ে ঘটনাটি টের পান লালবাবু। দেখেন, দোকানে কাঠের দরজার তালা ভাঙা, ভিতরে সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

BJP News: মুর্শিদাবাদে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ! বড়ঞায় বিজেপিতে যোগ দিল শতাধিক নেতৃত্ব
জুতো পায়ে আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন! ভিডিও ভাইরাল হতেই বিতর্কে তৃণমূল নেতা