ক্রেতা সেজে বাজিমাত, পুলিশের জালে ৩ পাচারকারী

 

  • খাস কলকাতা থেকে উদ্ধার বাঘের ছাল 
  •  ক্রেতা সেজে পুলিশ ফাঁদ পেতে রাখেন 
  • পাচারকারীরা সেই ফাঁদ ধরা পড়ে যায় 
  • ধৃতদের  শুক্রবার আদালতে তোলা হবে 
     


 খাস কলকাতা থেকে উদ্ধার রয়েল বেঙ্গল বাঘের ছাল। আনন্দ পুর থানা এলাকার ভিআইপি প্যালেজ হোটেল থেকে তিন জনকে গ্রেফতার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এর আধিকারিকরা। ধৃত তিনজনের নাম  অনিন্দ মুখার্জী (৫২) ,তারক হালদার (৫৭)  ,ইব্রাহিম মন্ডল (৪২)  ।সূত্রের খবর, ওই বাঘের ছাল বিক্রির উদ্যেশে নিয়ে আসা হয় ।এই মুহূর্তে তাদের পুলিশের তরফে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আরও পড়ুন, লেক কালিবাড়িতে ধূমাবতী প্রতিষ্ঠা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Latest Videos

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত অনিন্দ্য গড়িয়াহাটের বাসিন্দা। আর বাকি দুই পাচারকারী হচ্ছে কসবার তারক হালদার এবং উত্তর ২৪ পরগনার অশোকনগরের ইব্রাহিম মণ্ডল। গত কয়েকদিন ধরে বনদপ্তরের বন্যপ্রাণ শাখার আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়েছিলেন, দক্ষিণ কলকাতায় বাঘের ছাল বিক্রি করার চেষ্টা করছে দুই পাচারকারী। এটা জানতে পেরে ওই আধিকারিকরা ক্রেতা সেজে তারকের সঙ্গে যোগাযোগ করে ফাঁদ পেতে রাখেন। ছালটির  দরদাম শেষ পর্যন্ত ৬ লাখ টাকায় রফা হয়।

আরও পড়ুন, এবার অনলাইনে প্রতারণার শিকার বিখ্য়াত সঙ্গীত শিল্পী, খোয়ালেন ৯৮ হাজার টাকা


সেই কথা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ ক্রেতা সেজে যান বন দপ্তরের আধিকারিক শুভঙ্কর বাগচি, পৃথ্বীশ ঘোষ, সুজয় সরকার, দিলীপ প্রসাদ। বাইপাসের কাছে পঞ্চান্নগ্রাম এলাকার একটি হোটেলের ঘরে বাঘের ছাল নিয়ে অপেক্ষা করছিল তারক ও তার সঙ্গী ইব্রাহিম। ছালটি কেমন তা দেখার অছিলায় গিয়ে সেটিকে বাজেয়াপ্ত করেন বন দপ্তরের আধিকারিকরা। তারক ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তবে ওই বাঘের ছালটি কতটা পুরনো সেই বিষয়ে নিশ্চিত হতে বনদপ্তরের আধিকারিকরা সেটি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছেন। ধৃতদের জেরা করে আর কেউ জড়িত আছে কি না তাও জানার চেষ্টা চলছে।ধৃত তিনজনকেই আজ শুক্রবার আদালতে তোলা হবে।

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts