রাজ্যে ভয়াবহ ব্ল্যাক ফাংগাসের থাবা, আক্রান্ত ৫, উদ্বেগ বাড়ল চিকিৎসকদের

  • বাংলায় ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত ৫ জন 
  • মহারাষ্ট্র ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত ৯০ জন 
  • ডায়বেটিকদের এই রোগ আশঙ্কা জনক 
  •  যা মস্তিষ্ক, ফুসফুসকে আক্রমণ করে 

বাংলায় ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত ৫। কোভিডের সঙ্কটজনক পরিস্থিতির মাঝে রাজ্য়ে এবার ভয়াবহ ব্ল্যাক ফাংগাসের থাবা। উল্লেখ্য ইতিমধ্যেই অতিমারী আইনে ব্ল্যাক ফাংগাসকে বিশেষ রোগ বলে ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। সারাদেশের পাশপাশি এবার বাংলাও বাদ গেল না মিউকর মাইকোসিস নামক ছত্রাক সংক্রমণ থেকে।

আরও পড়ুন, শ্মশানে কোভিড দেহের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর, নেই দাহ করার লোক পুরুলিয়ায় 

Latest Videos

 

 

সূত্রের খবর, কলকাতায় ইতিমধ্য়েই এই ব্ল্যাক ফাংগাস বা কালো ছত্রাকে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে বাংলায় ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত আরও ৫ জন। এরপরেই উদ্বেগ বেড়েছে সরকারের। কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি পাঠানো হয়েছে রাজ্যগুলিকে। জানানো হয়েছে ব্ল্যাক ফাংগাস সংক্রমণকেও এপিডেমিক রোগ হিসাবে চিহ্নিত করতে হবে। কেউ আক্রান্ত হলে কেন্দ্রকে সে খবর জানাতে হবে। প্রসঙ্গত  ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিস এই বিরল রোগে আক্রান্ত ৪ জন রোগীই বিহার এবং ঝাড়খন্ডের সঙ্গে যুক্ত। তাঁদের এই সংক্রমণ ধরা পড়ে ৭ মে থেকে ১৩ মে-র মধ্য়ে। এবং এখানে আশঙ্কার বিষয় এটাই যে এই  ৪ জন রোগীই আগে আক্রান্ত হয়েছিলেন কোভিডে। কোভিড থেকে সেরে উঠতেই আক্রান্ত হন  ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিস বিরল রোগে।  মিউকরমাইকোসিস রোগীদের উন্নত চিকিৎসার কারণে ২ জনকে দুর্গাপুর বেঙ্গল হেলথ ওয়ার্ল্ড হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে  চক্ষু হাসপাতালের সিএমডি দেবাশিস ভট্টাচার্য।  

আরও পড়ুন, কোভিড আবহে ১০ টাকায় স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে পেট পুরে খাওয়াচ্ছে 'আমজনতার হেঁসেল'  

 

 

অপরদিকে মহারাষ্ট্র ইতিমধ্যেই ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত প্রায় ৯০ জন।  অতিমারী আইনে ব্ল্যাক ফাংগাসকে বিশেষ রোগ বলে ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। উল্লেখ্য মিউকরমাইকোসিস এই বিরল রোগ মিউকরমাইসেটিস ফাঙ্গি থেকে হয় । যা  সরাসরি মস্তিষ্ক, সাইনাস এবং ফুসফুসকে আক্রমণ করে। সাইনাসের যন্ত্রণা, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথা ব্যাথা, ফোলা ভাব, দাঁতে ব্যাথা এই রোগের প্রথামিক উপসর্গ। ডায়বেটিকদের ক্ষেত্রে এই রোগ খুব আশঙ্কা জনক। 


 

Share this article
click me!

Latest Videos

সামান্য ডিম 'চুরি' সন্দেহে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি! | Shantipur News Today | Bangla News
Konnagar-এ অবৈধ জলের কারবার ফাঁস! হাতেনাতে পাকড়াও অবৈধ ব্যবসায়ীদের, দেখুন | Hooghly News Today
'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
বাংলাদেশের ঘটনা নিয়ে Mamata-কে প্রশ্ন Suvendu-র, পাল্টা ক্ষোভ উগরালেন Kunal Ghosh