বাংলায় দৈনিক কোভিড সংক্রমণ ফের একদিনে সাঁড়ে সাতশো ছুঁইছুঁই। এর মধ্য়ে এখনও একদিনে ১০০ উপরে সংক্রমণ নিয়ে দাঁড়িয়ে আছে কলকাতা- উত্তর ২৪ পরগণা।
বাংলায় দৈনিক কোভিড সংক্রমণ ফের একদিনে সাঁড়ে সাতশো ছুঁইছুঁই। এর মধ্য়ে এখনও একদিনে ১০০ উপরে সংক্রমণ নিয়ে দাঁড়িয়ে আছে কলকাতা- উত্তর ২৪ পরগণা। বাকি জেলাগুলিতে কোভিড আক্রান্তের সংখ্যা অনেক কমে এসেছে। বাংলার অধিকাংশ জেলায় দৈনিক সংক্রমণ পঞ্চাশের নীচে। এর মধ্য়ে সর্বনিম্ন সংক্রমণ পুরুলিয়ায়।
আরও পড়ুন, ভাসছে দুই মেদিনীপুর, আজ ফের ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, প্রবল বর্ষণ কলকাতা সহ দক্ষিণবঙ্গে
প্রসঙ্গত, একই রাজ্য়ের দুই জেলায় এত বেশি বৈপরীত্য যে, আশঙ্কা বাড়ছে স্বাস্থ্য়ভবনে। বারবার কমিয়ে আনার পরেই বেলাগাম সংক্রমণ সেই কলকাতা- উত্তর ২৪ পরগণাতেই। একদিকে পুরুলিয়ায় একদিনে আক্রান্ত ১ জন, মুর্শিদাবাদে ৩ জন, বীরভূমে ৪ জন। আর তখন কলকাতায় একদিনে আক্রান্ত ১২৭ জন এবংউত্তর ২৪ পরগণায় আক্রান্তর ১২১ জন। যা যথেষ্টই মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, কলকাতায় মোট সংক্রমণের সংখ্যা ৩১৫,০৩৬ জন। মহানগরে মোট মৃতের সংখ্যা ৫০৩৮ জন। নতুন করে কোভিড জয়ী হয়েছেন ১২৭ জন। কিন্তু মৃত্যুতেও শীর্ষে রয়েছে সেই কলকাতাই।
আরও পড়ুন, 'বাবুলের তৃণমূল যোগ-অর্পিতার ইস্তফা', তৃণমূলের ত্রিকোণমিতি মেলালেন অনুপম হাজরা
অপরদিকে, কোভিডে মৃত্যু বেড়ে এবার ৮ জেলায় দাঁড়িয়েছে। শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৭২৮ জন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য়ে কলকাতায় ৩ জন, উত্তর ২৪ পরগণায় ২ জন , দার্জিলিংয়ে ২ জন এবং ১ জন করে মৃত্যু হয়েছে কালিংপং,হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা,হুগলি জেলায়।পাশপাশি মৃত্যু শূন্য হয়েছে নদিয়া , দার্জিলিং, আলিপুরদুয়ার,কোচবিহার, মুর্শিদাবাদ , দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, মালদহ, দুই বর্ধমান। সংক্রমণ আগের থেকে কমেছে উত্তরবঙ্গে। দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৩৩ জন। কোচবিহারে ১৪ জন আক্রান্ত। অপরদিকে দক্ষিণবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা খুব একটা বদল হয়নি। হাওড়াতে ৬১ জন এবং হুগলিতে ৫৯ জন , নদিয়াতে ৪৯ জন এবং দক্ষিণ ২৪ পরগণাতে একদিনে আক্রান্তের সংখ্যা ৪৭ জন।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা