অর্পিতার নামে ৬টি সংস্থার খোঁজ, ৮টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর নামে থাকা মোট ৬টি সংস্থার খোঁজ পাওয়া গেছে। আজ সকাল পর্যন্ত মোট ৮টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি।

পশ্চিমবঙ্গে বড়সড় আর্থিক তছরুপ কাণ্ডে ইডি-র নজরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের অগাধ সম্পত্তি। বেলঘরিয়ার দেওয়ানপাড়ার মধ্যবিত্ত পরিবারের মেয়ে এই এককালীন মডেল অভিনেত্রীর ব্যাপক প্রতিপত্তির উৎস দারুণ ভাবিয়েছে তদন্তকারী ও রাজ্যের মানুষদের। ইডি সূত্রে খবর, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায়ের নামে খোলা মোট ৮টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। শুধু তাইই নয়, অর্পিতার পরিবার ও পরিচিতদের আর্থিক লেনদেনের দিকেও নজর রাখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি জানিয়েছে, অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর নামে থাকা মোট ৬টি সংস্থার খোঁজ পাওয়া গেছে। রিয়েল এস্টেটের পর মিলেছে টেক্সটাইল সংস্থার হদিশ। বঙ্গের এসএসসি নিয়োগের দুর্নীতির টাকা ওই টেক্সটাইল সংস্থাটিতে কাজে লাগানো হত বলেই ধারণা অফিসারদের। আজ সকাল পর্যন্ত মোট ৮টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি। অর্পিতার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে রয়েছে।

Latest Videos

এদিকে, শারীরিক পরীক্ষার জন্য শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় থেকেই কান্নাকাটি করতে শুরু করেছেন ইডি হেফাজতে থাকা অর্পিতা মুখোপাধ্যায়। ইডির আধিকারিকরা জানিয়েছেন, হেফাজতের মধ্যেও তিনি নাকি সর্বক্ষণ অঝোরে কেঁদেই চলেছেন। মানসিক চাপে বিপর্যস্ত হয়ে পড়েছেন পার্থর বান্ধবী। খাবারদাবারও খেতে চাইছেন না একেবারেই। সূত্রের খবর, বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে অর্পিতাকে। তবে, প্রথম দিকে অসুস্থ বোধ করলেও বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় অনেকটাই সামলে নিয়েছেন নিজেকে।

পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও বিশাল অঙ্কের আর্থিক তছরুপের ঘটনা নিয়ে সরগরম গোটা রাজ্য রাজনীতি। বিষয়টি নিয়ে চাকরিপ্রার্থীদের শোরগোলের পরেই কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই ইডি হেফাজতে চলে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর আবাসন থেকে সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। ৩টি নেল পার্লার এবং বাংলা ও ওড়িয়া সিনেমায় সহ অভিনেত্রী হিসাবে কাজ করা এই মডেল অর্পিতার এতগুলি ফ্ল্যাটে কীভাবে কোটি কোটি টাকা এবং তাঁর নামে বিঘার পর বিঘা জমিই বা কোথা থেকে এল, সেইটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। যদিও সূত্রের খবর, অর্পিতা নিজেই জানিয়েছেন এই বিপুল পরিমাণ টাকার মালিক আদতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই।

আরও পড়ুন-
‘দিদি তো চাননি, বাধ্য হয়েছেন’, পার্থর অপসারণ প্রসঙ্গে দাবি দিলীপ ঘোষে-র
'অন্তর্জলী যাত্রার সময় এসেছে এই সরকারের' - মন্তব্য করলেন সুকান্ত মজুমদার
'আমি ষড়যন্ত্রের শিকার'- ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বললেন পার্থ চট্টোপাধ্যায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মমতার দশা কেজরিওয়াল-এর মত করব' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari | BJP vs TMC |
"এবার রোহিতের জায়গায় সৌগতকে নামাতে হবে", চরম কটাক্ষ মদন মিত্রের | Madan Mitra on Saugata Roy
‘Hindu-দের দোকান ভাঙবেন পোড়াবেন এই অধিকার কে দিয়েছে!’ তীব্র হুঙ্কার Suvendu Adhikari-র
‘JNU-এর মতো JU-কেও ঠান্ডা করব!’ Jadavpur ইস্যুতে Mamata Banerjee-কে হুঁশিয়ারি Agnimitra Paul-এর
'জনগণ মমতাকে চ্যাংদোলা করে বাইরে ফেলবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Bangla News Today