সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের জেরে শ্রীঘরে ৯৬, লকডাউন লঙ্ঘনে গ্রেফতার ৬৩৮

Published : Apr 13, 2020, 10:16 AM IST
সোশ্যাল মিডিয়ায়  আপত্তিকর পোস্টের জেরে শ্রীঘরে ৯৬, লকডাউন লঙ্ঘনে গ্রেফতার ৬৩৮

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় গ্রেফতার হল ৯৬ জন  সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ  কলকাতার বিভিন্ন এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি চালানো শুরু   লকডাউন লঙ্ঘনে ৬৩৮ জনকে গ্রেফতার-বাজেয়াপ্ত ১০৭টি গাড়ি 

 লকডাউনে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় ৯৬ জনকে  গ্রেফতার করেছে রাজ্য পুলিশ৷  লকডাউন লঙ্ঘনে  রবিবার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ এবং ১০৭টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷

আরও পড়ুন, পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে প্রৌঢ়ের মৃত্য়ু, করোনা রিপোর্ট পজিটিভ আসতেই অভিযোগ তুলল পরিবার

 রাজ্য পুলিশ জানিয়েছে,গত কয়েক সপ্তাহে ৯৬টি মামলায় ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এছাড়া  জাল,আপত্তিকর পোস্ট করবার জন্য ২৩০ জনকে সতর্ক করা হয়েছে৷ এপ্রিল মাসের গোড়ার দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অনেকেই উস্কানিমূলক পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তারপরই পুলিশ আরও তৎপর হয়৷ এবং কয়েক সপ্তাহে ৯৬ জনকে গ্রেফতার করে৷ সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সাইবার সেল। এর মধ্যে মহিলাদের কটূক্তি থেকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর পোস্ট বা কমেন্ট দেখা গিয়েছে।


আরও পড়ুন, এমআর বাঙ্গুরের আইসোলেশন ওয়ার্ডে ৫ রোগীর মৃত্যু, কারণ জানতে অপেক্ষা নমুনা পরীক্ষার রিপোর্টের

 
অপরদিকে, লকডাউনে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে৷ তবুও কিছু মানুষ বিনা প্রয়োজনে বাইরে বেরিয়ে আসছে৷ এবার তাদের চিহ্নিত করে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ তার জন্য ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ৷ তাই লকডাউন লঙ্ঘনে  রবিবার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ এবং ১০৭টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷

 

এনআরএস-র আরও ৪৩ জন স্বাস্থ্য কর্মীর রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ

করোনার রোগী সন্দেহে বৃদ্ধকে বেধড়ক মার, স্যালাইনের চ্যানেল করা হাতে দড়ি পড়ালো মানিকতলাবাসী

করোনায় আক্রান্ত এবার কলকাতার ২ ফুটপাথবাসী, হোম কোয়ারেন্টাইনে উদ্ধারকারীরা




​​​​​​​

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর