লকডাউনে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় ৯৬ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ৷ লকডাউন লঙ্ঘনে রবিবার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ এবং ১০৭টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷
রাজ্য পুলিশ জানিয়েছে,গত কয়েক সপ্তাহে ৯৬টি মামলায় ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এছাড়া জাল,আপত্তিকর পোস্ট করবার জন্য ২৩০ জনকে সতর্ক করা হয়েছে৷ এপ্রিল মাসের গোড়ার দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অনেকেই উস্কানিমূলক পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তারপরই পুলিশ আরও তৎপর হয়৷ এবং কয়েক সপ্তাহে ৯৬ জনকে গ্রেফতার করে৷ সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সাইবার সেল। এর মধ্যে মহিলাদের কটূক্তি থেকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর পোস্ট বা কমেন্ট দেখা গিয়েছে।
অপরদিকে, লকডাউনে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে৷ তবুও কিছু মানুষ বিনা প্রয়োজনে বাইরে বেরিয়ে আসছে৷ এবার তাদের চিহ্নিত করে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ তার জন্য ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ৷ তাই লকডাউন লঙ্ঘনে রবিবার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ এবং ১০৭টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷