করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে টলিউডের অভিনেত্রী সাংসদের বাবা

Published : Apr 13, 2020, 09:27 AM ISTUpdated : Apr 13, 2020, 10:48 AM IST
করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে টলিউডের অভিনেত্রী সাংসদের বাবা

সংক্ষিপ্ত

জ্বর নিয়ে হাসপাতালে টলিউডের অভিনেত্রী বাবা  করোনা পরীক্ষার জন্য় পাঠানো হয়েছে লালারস বিদেশে বা ভিন রাজ্য়ে যাওয়ার ইতিহাস নেই সম্প্রতি  

এবার করোনার উপসর্গ দেখা গেল খোদ টলিউডের অভিনেত্রী, সাংসদের বাবার। কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত বাবাকে হাসপতালে ভর্তি করিয়েছেন ওই অভিনেত্রী। সূত্রের খবর,ওই অভিনেত্রীর বাবার লালারসের নমুনা করোনা পরীক্ষার জন্য় ইতিমধ্য়েই পাঠানো হয়েছে।

রাজ্য়ে নিজামুদ্দিন ফেরতদের সংস্পর্শে এসেছিলেন টলিউড অভিনেত্র্রীর বাবা!

সম্প্রতি মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছিলেন এই অভিনেত্রী। এমনকী নিজে রাস্তায় নেমে করোনা মোকাবিলায় মাস্ক বিলি করেছেন। একাধিকবার সোশ্য়াল মিডিয়ায় করোনার বিরুদ্ধে প্রচারে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, কদিন থেকেই জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল  তাঁর বাবার। রবিবার সেকারণে ঝুঁকি না নিয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় সাংসদের বাবাকে। 

এই মুহূর্তে কলকাতার সেরা ১০ খবর,যা আপনাকে ভাবাবেই.

পরিবার সূত্রে খবর, সম্প্রতি বিদেশে যাওয়ার বা ভিন রাজ্য়ে যাওয়ার কোনও ইতিহাস নেই অভিনেত্রীর বাবার। কিন্তু এখানেও দিল্লির নিজামুদ্দিনের তবলিঘি জামাতের যোগ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, রাজ্য়  থেকে দিল্লির জমায়েতে  যোগ দেওয়া কিছু লোকের সংস্পর্শে এসেছিলেন তিনি। যে কারণে দ্রুত তাঁর লালারস পরীক্ষার জন্য় পাঠিয়েছেন ডাক্তাররা। তবে এখনও বিষয়টি নিয়ে কোনও কিছু প্রকাশ্য়ে আনতে রাজি নয় হাসপাতাল। রিপোর্ট আসার  পরই এ বিষয়ে পরিষ্কার কিছু জানা যাবে।

রাজ্য়ের বর্তমান করোনার পরিসংখ্য়ান বলছে,রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মারণ কোভিড১৯-এ ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এই রোগে মারা গিয়েছেন ৭ জন। খোদ স্বাস্থ্য় ভবনের বুলেটিনে ঘোষণা করা হয়েছে এই কথা। বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে হোম কোয়ারেন্টাইনের সংখ্য়া ৪০,৫৭৬ জন৷ এছড়াও আইসোলেশনে রয়েছেন ২০৮৫ জন৷ হাসপাতালের আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৭৫৬ জন৷ রাজ্য়ে করোনা পরীক্ষা হয়েছে ২,৫২৩ জনের৷ 

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে