বিদায়বেলায় বিষাদের সুর, ই-রিক্সা দুর্ঘটনায় ঝড়ে গেল ৭ বছরের তাজা প্রাণ

Published : Oct 05, 2022, 10:01 PM IST
বিদায়বেলায় বিষাদের সুর, ই-রিক্সা দুর্ঘটনায় ঝড়ে গেল ৭ বছরের তাজা প্রাণ

সংক্ষিপ্ত

ই-রিক্সা দুর্ঘটনায় মারা গেল নৈপুর গ্রামের ৭ বছরের শিশু। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দশমীর দিনে এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। কী ভাবে ঘটল এই ঘটনা?

বিজয়ার দিনই বিষাদের সুর বেজে উঠল নিউ টাউনের রাজারহাটের নৈপুর গ্রামে। ই-রিক্সা দুর্ঘটনায় মারা গেল নৈপুর গ্রামের ৭ বছরের শিশু। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দশমীর দিনে এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। কী ভাবে ঘটল এই ঘটনা?
 
সূত্রের খবর দশমীর দিন পুজোয় ব্যস্ত ছিল গোটা পরিবার, সেই সময়ই মৃত শিশু অজিতেশ পোদ্দার বাড়ির সামনে রাখা একটি ই-রিক্সায় উঠে পড়ে। রিক্সায় উঠে চাবি ঘুরিয়ে দেয়। তাতে রিকশাটি চলতে শুরু করে। নিয়্ত্রণ হারিয়ে রিকশাটি একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারে। তাতে রিকশার সামনে থাকা কাচ ভেঙে শিশুটির গলায় ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় বাচ্চাটিকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুজোর দিনে এমন অপ্রিতিকর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে শিশুর পরিবারের লোকজন। 

দুর্গাকে একটি লজ্জাবতীর পাতা অর্পন করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পান, জানুন কীভাবে সেটি দেবেন

'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, ইজরায়েলের দাবি- নতুন বিপদ আসছে
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী