'মাথা নত করব না, শেষ দেখে ছাড়ব', ইডি দফতরে হাজিরা দিতে দিল্লি পাড়ি অভিষেকের

সোমবার ও মঙ্গলবার অভিষেককে দিল্লিতে ইডির অফিসে হাজির থাকতে বলা হয়েছে। আর সেই মতোই হাজিরা দেওয়ার ঠিক একদিন আগেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা। রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা করেন তিনি। বলেন, "বাংলায় হেরে বদলা নিচ্ছে বিজেপি। সুপ্রিম কোর্টে যাব।"

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) এর আগেও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জেরা করেছিল ইডি (Enforcement Directorate)। দিল্লিতে তাঁকে প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা। এমনকী, তাঁর স্ত্রী রুজিরাকেও (Rujira Banerjee) হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে। সোমবার ও মঙ্গলবার তাঁদের দিল্লিতে ইডির (ED Office in Delhi) অফিসে হাজির থাকতে বলা হয়েছে। আর সেই মতোই হাজিরা দেওয়ার ঠিক একদিন আগেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা। রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপিকে (BJP) তুলোধনা করেন তিনি। বলেন, "বাংলায় হেরে বদলা নিচ্ছে বিজেপি। সুপ্রিম কোর্টে (Supreme Court) যাব।"

উল্লেখ্য, এর আগেও দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেক ও রুজিরাকে। কিন্তু সেই সময় সাংসদ ও তাঁর স্ত্রী ইডির পাঠানো নোটিসের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা, উভয়েই পশ্চিমবঙ্গের বাসিন্দা। যদিও তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে দিল্লিতে। কলকাতায়ও ইডির অফিস রয়েছে। তাঁদের সেখানে হাজিরা দিতে বলুক। কিন্তু চলতি মাসেই অভিষেক ও রুজিরার সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। আর তাঁদের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আবারও বন্দ্যোপাধ্যায় দম্পতিকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় ইডি। সোমবার ও মঙ্গলবার তাঁর দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। 

Latest Videos

আরও পড়ুন- "সবে টুপি পরেছেন, লুঙ্গিটা কবে", তৃণমূলে যাওয়ার পর বাবুলের 'ভোলবদল' নিয়ে কটাক্ষ দিলীপের

এ প্রসঙ্গে আজ অভিষেক বলেন, "গত ৪ মাস ধরে আদালতে শুনানি ছিল। ১০ তারিখ ৫ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিচারবিভাগের উপর ভরসা রেখেই বলছি, ১১ তারিখ আদালতে আমার আর্জি খারিজ হয়ে যায়। এ নিয়ে আমি সুপ্রিম কোর্টে যাব।"

কয়েকদিন আগেই সাংসদের বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বলেছিলেন। তার পরেও এদিন দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক। বললেন, "চিকিৎসক বিশ্রাম নিতে বললেও আমি যাচ্ছি আজ।" বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, "বাংলায় হেরে গায়ে জ্বালা ধরেছে বিজেপির। তাই বারবার ডেকে পাঠানো হচ্ছে। অথচ যাদের টাকা নিতে দেখা গিয়েছে, যাদের নামে অভিযোগ রয়েছে, তাদের ডাকা হচ্ছে না। এ জন্যই ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।" এর পরই বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, "শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে। শেষ দেখে ছাড়ব। আমি মাথা নত করব না।"

আরও পড়ুন- কয়লাপাচারকাণ্ডে ফের সস্ত্রীক অভিষেককে তলব ইডি-র, সোমবারই দিল্লি যাচ্ছেন তৃণমূলের যুবরাজ

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিয়েছিলেন, তখন তাঁকে টানা আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে বাংলায় যখন বিজেপি লাগাতার হারছে, সামনে যখন আবার উপনির্বাচন, যখন সংসদে বিজেপির (BJP) বিরুদ্ধে ‘ব্লক’ তৈরিতে উদ্যোগ নিচ্ছে তৃণমূল, ঠিক সেই সময়ে অভিষেকদের আবার তলব করা হল। 

আরও পড়ুন- 'শত্রুঘ্ন-ঝড়ে উড়ে যাবে অগ্নিমিত্রা', 'বন্ধু'-কে খোঁচা দিয়ে শহরে ভোট প্রচারে বাবুল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News