কসবায় দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডের জেরে সোমবার বন্ধ রাজ্যের সকল বেসরকারি টিকাকরণ ক্যাম্প। মূলত ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের গ্রেফতারির পর কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের মানুষ যাতে কোনওভাবেই টিকা জালিয়াতির শিকার না হন, তাই সব জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। এখানেই শেষ নয়, দেবাঞ্জন দেবের কার্যকলাপের পর এদিন গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য দফতরের কর্তারাও।
সোমবার বন্ধ রাজ্যের সকল বেসরকারি টিকাকরণ ক্যাম্প। তবে সরকারি এং বেসরকারি হাসপাতালে আগের মতোই চলবে কোভিডের ভ্যাকিসিনেশন। প্রসঙ্গত, কসবার ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডের পর ফিরহাদ হাকিমও বলেছেন, 'ভ্যাকসিন নিতে হলে কলকাতা পুরসভার সমস্ত সেন্টার আছে এবং সরকারি হাসপাতালে সেন্টার হয়েছে সেখান থেকে ভ্যাকসিন নিন। এছাড়া যে সমস্ত বেসরকারি হাসপাতাল গুলোর নাম রয়েছে সেখান থেকে ভ্যাকসিন নিন।' পুরসভার কেউ এই কাজে যুক্ত থাকলে, তাঁর কঠোর শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, টিকা কেন্দ্রগুলিকে অনুমোদিত সিভিসি নম্বর এবং বাধ্যতামূলকভাবে কোউইন সফটওয়ার ব্যবহার করতে হবে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভ্যাকসিনগুলি সাধারণ মানুষকে দেওয়া হবে, সেগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর এবং ডেট অফ এক্সপায়েরি উল্লেখ করতে হবে।
আরও পড়ুন, ২ গোষ্টীর সংঘর্ষে রণক্ষেত্র একবালপুর, কলকাতায় পুলিশকে লক্ষ্য করেই চলল গুলি বর্ষণ
অপরদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের রহস্যভেদে উত্তর খুঁজছে রাজ্য সরকার। তাই স্বাস্থ্য দফতরের অধীনে তৈরি হচ্ছে চার সদস্যের কমিটি। সেই কমিটিতে থাকবেন চারজন অভিজ্ঞ চিকিৎসক বা বিশেষজ্ঞ। মূলত ভুয়ো ভ্যাকসিন নিয়ে উত্তর খুঁজবেন তাঁরা। ভুয়ো ভ্য়াকসিনকাণ্ডে কার গাফিলতি ছিল, কীভাবে এই ক্যাম্প করলেন দেবাঞ্জন, তা খতিয়ে দেখবেন এই চার সদস্যই। তারপর রিপোর্ট জমা দেবেন স্বাস্থ্য দফতরের কাছে। উল্লেখ্য ইতিমধ্য়েই ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের তদন্তে ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে লালবাজার। গোটা বিষয়টিই খতিয়ে দেখছেন সিটের সদস্যরা।
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস