কোভিড বিধি মেনে ডাকাত এল ঠাকুরপুকুরে, মাস্কের আড়ালে ব্যবসায়ীকে করল সর্বশান্ত

Published : Nov 01, 2020, 02:15 PM IST
কোভিড বিধি মেনে ডাকাত এল ঠাকুরপুকুরে, মাস্কের আড়ালে ব্যবসায়ীকে করল সর্বশান্ত

সংক্ষিপ্ত

মুখের মাস্ক ঢাল বানিয়ে ডাকাতি হল ঠাকুর পুকুরে   রাত তখন সাড়ে দশটা,  বাড়ি ফিরছিলেন ব্যবাসায়ী সেই সুযোগেই ব্যবসায়ীকে সর্বশান্ত বানাল ডাকাত দল    অভিযোগের ভিত্তিতে তদন্তে ঠাকুর পুকুর থানার পুলিশ 

করোনা বিধি মেনেই মুখের মাস্ক ঢাল বানিয়ে ডাকাতি হল ঠাকুর পুকুরে। লক্ষী পুজো শেষ, হালকা হিমেল পরশ শহরে। পুজোর খাটাখাটনি শেষে অধিকাংশই হয়তো তাড়াতাড়ি শুয়ে পড়ে তখন ঠাকুরপুকুরে। আর সেই সুযোগেই ব্যবসায়ীকে সর্বশান্ত বানাল ডাকাত দল।

আরও পড়ুন, কেষ্টপুরে জয়ন্ত শাস্ত্রীর বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু জ্যোতিষীর

 

রাত তখন সাড়ে দশটা

আবারও রাতের কলকাতাতে ব্যবসায়ীকে ধরে ডাকাতির ঘটনা ঘটল। ঠাকুরপুকুর পাল পাড়ার বাসিন্দা বছর ৪৮ এর কৌশিক চট্টোপাধ্য়ায় পেশায় রেস্টুরেন্টের মালিক। নিজের রেস্টুরেন্ট ঠাকুরপুকুর ৩এ থেকে  প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন। রাত তখন সাড়ে দশটা। সেই সময় মুখে মাস্ক পরা অবস্থায় দুজন দুষ্কৃতী বাইকে আসে।  ফাঁকা রাস্তায় ধরে তাকে হুঁমকি দেয় ও  সঙ্গে যা টাকা পয়সা আছে দিয়ে দিতে বলে। না দিতে চাইলে কৌশিক বাবুকে মারধর করে দুষ্কৃতীরা পকেট থেকে ১৮০০০ টাকা ও তার ফোন জোর করে পকেট থেকে তুলে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন, 'আগুন নিয়ে খেলবেন না', জেলাশাসক-পুলিশ সুপারকে হুঁশিয়ারি রাজ্যপালের

 

তদন্তে নেমেছে পুলিশ

এরপর কৌশিক বাবু ঠাকুর পুকুর থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগ এর ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে রাস্তায় লাগানো সিসি টিভি ফুটেজ। পুরোনো কোনও শত্রুতা নাকি এর পিছনে অন্য কারো হাত লুকিয়ে আছে, যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

PREV
click me!

Recommended Stories

কোন পথে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যত? শুক্রবার প্রকাশিত হবে SSC নবম-দশম ভেরিফিকেশন তালিকা
চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ