প্রচার বন্ধ করে করোনা বিধি মেনে ভোট হোক, দাবি ফিরহাদের

ফিরহাদ বলেন, "বিজেপি-র কথাতে যখন আট দফা নির্বাচন হয়েছিল, তখন কত মানুষ সংক্রমিত হয়েছিলেন। তখন করোনা আরও ভয়াবহ ছিল। এখন করোনা অনেক নিয়ন্ত্রিত। কোনও বিধানসভা ছয়মাসের বেশি প্রতিনিধিশূন্য থাকতে পারেন না। মিটিং, মিছিল, প্রচার বন্ধ করে কোভিড নিয়ম মেনে ভোট করানো হোক।"

বাংলার পাঁচ কেন্দ্রে উপনির্বাচন ও দুটি কেন্দ্রে নির্বাচন দ্রুত করার দাবি জানিয়ে একাধিকবার কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। যদিও এই মুহূর্তে নির্বাচন করানোর পক্ষপাতী নয় বিজেপি। তাদের দাবি, করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন করানো ঠিক নয়। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েনি তারা। এমনকী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও এনিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন। আর আজ কলকাতা পুরসভায় করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে বিজেপিকে পাল্টা একহাত নেন ফিরহাদ হাকিম। 

অগ্নিমিত্রা পলের দাবি ছিল, করোনা পরিস্থিতিতে যেখানে ১০০ শতাংশ টিকাকরণ হয়নি, সেখানে কীভাবে উপনির্বাচন হতে পারে। আজ এর জবাব দিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, "বিজেপি-র কথাতে যখন আট দফা নির্বাচন হয়েছিল, তখন কত মানুষ সংক্রমিত হয়েছিলেন। তখন করোনা আরও ভয়াবহ ছিল। এখন করোনা অনেক নিয়ন্ত্রিত। কোনও বিধানসভা ছয়মাসের বেশি প্রতিনিধিশূন্য থাকতে পারেন না। মিটিং, মিছিল, প্রচার বন্ধ করে কোভিড নিয়ম মেনে ভোট করানো হোক। যারা গণতন্ত্র মানে, তারা এটা মানবে না। রাজনীতি গণতন্ত্রের উপরে থাকলে অগ্নিমিত্রা পলের কথা ঠিক।"

Latest Videos

আরও পড়ুন- করোনা আবহে পড়ুয়াদের টিউশন ফি মকুব, বড় ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের

এদিকে রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। কিন্তু, পুজোর সময়তেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সব প্রস্তুতি সেরে ফেলতে চাইছে কলকাতা পুরসভা। তৃতীয় ঢেউ আসলে কীভাবে শিশুদের চিকিৎসা করতে হবে তা নিয়ে কর্পোরেশনের চিকিৎসকদের ট্রেনিং দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, "আশাকরি ভয়ের পরিস্থিতি সৃষ্টি হবে না। কিন্তু, যদি তা হয় তাহলে আগে থেকেই আমরা সব প্রস্তুত করে রাখছি। শিশুদের ভয়ের কোনও কারণ নেই যদি তাদের শরীরে অন্য কোনও রোগ না থাকে। বাচ্চাদের জন্য আলাদা সেফহোম তৈরি করা হচ্ছে। বাচ্চারা তো একা থাকতে পারবে না। তাই সেখানে তাদের মাদের রাখার ব্যবস্থাও করা হচ্ছে।"

আরও পড়ুন- টিএসিপির প্রতিষ্ঠা দিবসের আগের দিন ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, মহিলা কর্মীকে অপহরণের অভিযোগ

আরও পড়ুন- পদন্নোতি ও ফ্রিতে জমি, চিকিৎসক-নার্সদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী

সামনেই দুর্গাপুজো। হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। শুরু হয়ে গিয়েছে পুজোর শপিং। তা নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করতে তৎপর কলকাতা পুরসভা। ফিরহাদ বলেন, "কলকাতার নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান সহ গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে কলকাতা পুরসভা অভিযান চালাবে। সেই সঙ্গে নিউমার্কেট এবং কলকাতার রাস্তায় হকার ও ক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কেউ এই মাস্ক না পরেন তাহলে কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা নেবে। তবে এখনই আমরা ফাইনের ব্যবস্থা করছি না। আগে মানুষ নিজেদের দ্বারা সচেতন হচ্ছে কিনা দেখি। এই বিষয়ে বিক্রেতাদের সচেতন হতে হবে। কেউ মাস্ক না পরলে তাঁকে জিনিস বেচা চলবে না।" 

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury