শিলিগুড়িতে হেমন্ত, রবিবার রাজ্য় সফরে এসেই মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেন অসমের মুখ্যমন্ত্রী

রবিবার অসামের প্রাক্তন বিধায়কের পরিবারের সঙ্গে দেখা করতে শিলিগুড়ি সফরে এসেছেন অসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।  রাজ্য়ে সফরে এসেই মমতাকে চ্য়ালেঞ্জ ছুড়লেন অসমের মুখ্যমন্ত্রী।

  রাজ্য়ে সফরে এসেই মমতাকে চ্য়ালেঞ্জ ছুড়লেন অসমের মুখ্যমন্ত্রী। রবিবার অসমের প্রাক্তন বিধায়কের পরিবারের সঙ্গে দেখা করতে শিলিগুড়ি সফরে এসেছেন অসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।  চব্বিশের লোকসভা ভোটের প্রাক্কালে বলাইবাহুল্য তাঁর উপস্থিতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। 

Latest Videos

 আরও পড়ুন, 'শুভেন্দুর নাম পেলেন না, কোর্টে বুঝে নেব', সারদার অতিরিক্ত চার্জশিটে নাম উঠতেই বিস্ফোরক কুণাল

দেশ তথা রাজ্যে বিজেপির পাশাপাশি ইতিমধ্যেই কংগ্রেসেও ভাঙন শুরু হয়েছে। বলা যায় একুশের ভোটে মমতার বিপুল জয়ের পর, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে সেই শুরুটা করেছিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তারপর অবশ্যই বড়সড় চিড়টা ধরেছে কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব দল ছাড়ার পরেই। একদিকে যখন 'মিশন ত্রিপুরা'-কেই পাখির চোখ বানিয়ে, সেই উদাহরণ দিয়েই দিল্লি হাসিল করতে চান তৃণমূল সুপ্রিমো। সেই সন্ধিক্ষণে অন্য়তম বড় ঘটনা সুস্মিতা দেবের তৃণমূল যোগ। উল্লেখ্য, সুস্মিতা দেব ছিলেন অসমের শিলচর এলাকার  লোকসভার সদস্য। আর নিঃসন্দেহে ভারতে জাতীয় কংগ্রেসের এই রাজকন্যা, কংগ্রেসের হাত ছাড়তেই চাপ বেড়েছে ১০ নং জনপথের অন্দরে। শিকড়ে টান লেগেছে তাই অসমেও। 

আরও পড়ুন, 'BJP-র বন্ডে কত টাকা পড়ে, সেসবের তদন্ত করুক ED', কয়লাকাণ্ডে অভিষেকের ডাক পড়তেই চটলেন মমতা


তবে সুস্মিতা দেব চলে যাওয়াতে শুধু এই জেনারেশনই নয়, বর্ষীয়ায় সকল ভোটারের উপরেই প্রভাব পড়বে বলে অনুমান রাজনৈতিক মহলের। তার আরও একটা অন্যতম বড় কারণ সুস্মিতা দেবের বাবা সন্তোষ মোহন দেবও প্রদেশ কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাই স্বাভাবিকভাবেই 'দেব' পরিবারের উত্তরসূরি তথা প্রদেশ কংগ্রেসের  রাজকন্যাকে পেয়ে তৃণমূলের শক্তি আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। এদিকে একটা সময় সেই জাতীয় কংগ্রেসেরই প্রতিনিধিত্ব করতেন হেমন্ত বিশ্ব শর্মা। পালা বদল হয় ২০১৫ সালে। রঙ লাগে গেরুয়া। কেন্দ্রের পদ্মের মুখ হন তিনি। তৎকালীন অসামের মুখ্যমন্ত্রী ছিলেন সৰ্বানন্দ সোনোওয়াল। এবং তারপরেই অসমের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসেন হেমন্ত বিশ্ব শর্মা। তাই একদিকে যেমন ত্রিপুরায় বিজেপি সরকারকে নিশান করতে মরিয়া তৃণমূল। সেই পরিস্থিতিতে রবিবার রাজ্য়ে সফরে এসে তৃণমূলকে সাফ করতে মমতাকে চ্য়ালেঞ্জ ছুড়লেন অসমের মুখ্যমন্ত্রীও। 

আরও পড়ুন, Vistadome: আজ থেকেই যাত্রা শুরু 'ভিস্তাডোম'-র, পুজোর আগেই বড় উপহার রেলের

  উল্লেখ্য, রবিবার অসমের প্রাক্তন বিধায়কের পরিবারের সঙ্গে দেখা করতে শিলিগুড়ি সফরে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।  বাগডোগরা বিমান বন্দরে থেকে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক অলোক কুমার ঘোষের পরিবারের সঙ্গে সাক্ষাত করলেন হেমন্ত বিশ্ব শর্মা। প্রায়  ৪৫ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন উপস্থিত ছিলেন লেকডাউনের প্রাক্তন বিধায়ক বাড়ি যান শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম- ফুলবাড়ি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia