'এরা যা বলার বলবে, গুরুত্ব না দিলেই হল', মনোনয়ন জমা দিয়ে বিজেপিকে খোঁচা বাবুলের

বিজেপিকেও নিশানা করতে ছাড়েননি বাবুল। তিনি বলেন, "আমি একটা অন্য দল থেকে এসেছি তো তাই এরা যা বলার বলবে। তাতে খুব বেশি গুরুত্ব না দিয়ে ১২ তারিখটাকে পাখির চোখ করে এগিয়ে যাওয়াটাই আমার মূল উদ্দেশ্য। দল বদল করেছি তো সেটা তারা বলবেই। কিন্তু, সেটা যদি এত বড় অন্যায় হয়ে যায় তাহলে কংগ্রেস থেকে যে এত নেতারা এসেছেন বিজেপিতে, তাদের নিয়ে কী বলবেন। যখন যে দলে খেলতাম, সেখানেই সেরাটুকু দিয়েছি। এবার এই দলে খেলব, আগের থেকে ভালো খেলব।" 

১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন (Ballygunge By-Election) রয়েছে। আর তার আগে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আজ সকাল সাড়ে ১০টায় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building) মনোনয়নপত্র জমা (Nomination Field) দিতে যান তিনি। আর মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি বলেন, "আমি অত্যন্ত আনন্দিত। যে সময় দলনেত্রী বলেছিলেন মনোনয়ন জমা দিতে, সেই সময়ই মনোনয়ন জমা দিচ্ছি। করোনা বিধির জন্য স্ত্রী ও সন্তানকে আনতে পারিনি। তার জন্য খারাপ লাগছে। কিন্তু আমি কখনও কোভিড বিধি (Corona Restriction) ভাঙিনি। নেত্রী আজকেই মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই আজই দিলাম।"

তারপর বিজেপিকেও (BJP) নিশানা করতে ছাড়েননি বাবুল। তিনি বলেন, "আমি একটা অন্য দল থেকে এসেছি তো তাই এরা যা বলার বলবে। তাতে খুব বেশি গুরুত্ব না দিয়ে ১২ তারিখটাকে পাখির চোখ করে এগিয়ে যাওয়াটাই আমার মূল উদ্দেশ্য। দল বদল করেছি তো সেটা তারা বলবেই। কিন্তু, সেটা যদি এত বড় অন্যায় হয়ে যায় তাহলে কংগ্রেস থেকে যে এত নেতারা এসেছেন বিজেপিতে, তাদের নিয়ে কী বলবেন। যখন যে দলে খেলতাম, সেখানেই সেরাটুকু দিয়েছি। এবার এই দলে খেলব, আগের থেকে ভালো খেলব।" 

Latest Videos

আরও পড়ুন- উপনির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আসানসোলে মনোনয়নপত্র জমার দিলেন শত্রুঘ্ন

প্রসঙ্গত, রবিবার রাতেই বালিগঞ্জের দ্বিতীয় কর্মী করেন বাবুল সুপ্রিয়। সভাশেষে বাবুলের চ্যালেঞ্জ,  "বিজেপির যারা লোকসভায় জিতেছিলেন, ২০২৪-এ তাদের মধ্যে কতজন ভোটে দাঁড়াতে পারবেন, তা নিয়ে সন্দেহ আছে আমার। কেয়াকে (বালিগঞ্জের বিজেপি প্রার্থী) বলব, আমাকে নিয়ে বেশি চিন্তা করতে না। মেঘেদের দল নিয়ে আগে ভাবনা চিন্তা করুন।"

আরও পড়ুন- এবার স্কুল ইউনিফর্মও নীল-সাদা, থাকবে বিশ্ববাংলার লোগো, শিক্ষা কমিশনের তরফে জারি নোটিস

অন্যদিকে বিজেপির তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কেয়া ঘোষকে। অনেকদিন ধরেই বিজেপির মহিলা মোর্চার (BJP Mahila Morcha) মুখ কেয়া। পাশাপাশি রাজ্য বিজেপির মুখপাত্রের দায়িত্বেও রয়েছেন তিনি। একাধিক সংবাদ মাধ্যমের বিতর্কসভায় দেখা যায় তাঁকে। অভিজাত এলাকার নির্বাচনী লড়াইয়ে তাই নবাগতাকে নামিয়েই বাজিমাত করার লক্ষ্যে এগোচ্ছে গেরুয়া শিবির। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় ও সিপিএমের সায়রা শাহ হালিম। 

আরও পড়ুন- দেবদারু ফটক ক্লাবের মাঠে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চরমে, আচমকাই গায়ে আগুন মহিলার

এছাড়া আজ আবার মনোনয়ন জমা দিয়েছেন আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) শত্রুঘ্ন সিনহাও। তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলের বিজেপি সাংসদ পদ ছেড়ে দেন বাবুল সুপ্রিয়। আর সেই কারণেই সেখানে ফের ভোট করাতে হচ্ছে নির্বাচন কমিশনকে। এবারের লড়াইয়ে আসনসোলে মমতার প্রথম পছন্দ শত্রুঘ্নই। এদিকে আসানসোলে পৌঁছানোর পরেই শত্রুঘ্নর মনোনয়ন জমার তোড়জোড় শুরু হয় পুরোদমে। এদিন আসানসোলে লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সোমবার মনোনয়ন জমা দিতে কর্মী, সমর্থকদের নিয়ে হুড খোলা গাড়ি নিয়ে সকালেই জেলাশাসকের দফতরের দিকে রওনা দেন তিনি। সেখানে ভোটে লড়াইয়ের জন্য এলাকার কর্মী সমর্থকেরা শত্রুঘ্নকে সাদরে অভ্যর্থনাও জানান। তাঁদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : মুম্বইতে ইসকন মন্দিরের উদ্বোধন করে বড় বার্তা মোদীর, দেখুন কী বললেন
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন শুভেন্দু অধিকারী
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল