আজই শপথগ্রহণ বাবুলের, দীর্ঘ জটিলতা শেষে বিমানের চিঠিতে এল সমাধান

সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে খালি হয়ে গিয়েছিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি।  দীর্ঘ জটিলতা শেষে বুধবার বিধানসভায় কাউন্সিল চেম্বারে বালিগঞ্জ বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন বাবুল সুপ্রিয়। 

দীর্ঘ জটিলতা শেষে বুধবার বিধানসভায় কাউন্সিল চেম্বারে বালিগঞ্জ বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন বাবুল সুপ্রিয়। স্পিকারের অনুরোধে শপথবাক্য করাতে রাজি হয়েছেন, ডেপুটিস্পিকার। উল্লেখ্য, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে খালি হয়ে গিয়েছিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি। তারপর সেই উপনির্বাচবে তৃণমূল প্রার্থী হন বাবুল সুপ্রিয়।আর এবার ভোটে জিতে এবার বিধায়ক হয়েছেন, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। বিধানসভার স্পিকার যাতে নব নির্বাচিত বিধায়ককে দিয়ে কাজ করাতে পারেন, সেই সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু ফাইল ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারপর আটকে গিয়েছিল বাবুলের শপথ বাক্য। তবে দীর্ঘ জটিলতা শেষ এদিন  বিধানসভায় কাউন্সিল চেম্বারে বালিগঞ্জ বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন বাবুল সুপ্রিয়।

  বাবুলের শপথ ইস্যুতে বহু জল ঘোলা হয় রাজ্যে। অধ্যক্ষকে কার্যত ঘুরিয়ে পৃথক পথে হাঁটেন রাজ্যপাল। বিধানসভার তিনবারের অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায়কে পাশ কাটিয়ে উপাধক্ষ আশিষ বন্দ্য়োপাধ্যায়কে বাবুূলের শপথ পড়ানোর ক্ষমতা দেন।  টুইট করে নিজের সেই সিদ্ধান্ত জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।  টুইট করে রাজ্যপাল লেখেন, 'ভারতের সংবিধানের ১৮৮ অনুচ্ছেদ অনুযায়ী আমার ক্ষমতা ভিত্তিতে, উপাদক্ষ আশীষ বন্দ্য়োপাধ্যায়কে আমি দায়িত্ব দিলাম। তার কাছ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ১৬১ নম্বর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী বাবুল সুপ্রিয় শপথ গ্রহণ করবেন।' এর আগে শোভনদেব চট্টোপাধ্যায়-সহ তিন বিধায়কের শপথ পড়ানোর ক্ষেত্রে ঠিক একইভাবে উপাদক্ষকে দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল। সরকারের তরফে তা নিয়ে আপত্তি জানানো হয়। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, এবারও তাঁদের পক্ষ থেকে একই আপত্তির কথা জানিয়ে দেওয়া হতে পারে। 

Latest Videos

আরও পড়ুন, নুন থেকে রান্নার তেলের দামে আগুন, খাদ্যপণ্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে ভাঙল ১০ বছরের রেকর্ড

 উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি ছেড়ে আসা তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। একসময়ের বাবুলকে সমর্থন করা রাজ্যপাল এখন উল্টোসুর গাইছেন বলে কটাক্ষও করে রাজ্যের শাসকদল। প্রসঙ্গত,  যদিও বিজেপির মন্ত্রী থাকাকালীন বাবুলের প্রতি রাজ্যপালের উপস্থিতি পুরোপুরিই আলাদা ছিল। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেবার তুমুল গন্ডোগোলের মধ্যে পড়ে তৎকালীন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সেই বিপদকালীন অবস্থায় তাঁকে উদ্বার করতে নিজে এসেছিলেন রাজ্যপাল। তবে বিজেপি বিয়োগের পর, তারপর আবার বালিগঞ্জ বিধানসভা জয়ে বিজেপির চক্ষুশূল এখন তাঁদের প্রাক্তন সহকর্মী তথা রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর এবার তৃণমূল জয়ী বিধায়ক বাবুলের শপথেই কার্যত বাধা হয়ে দাঁড়ান রাজ্যপাল। বাবুলের শপথ ঘিরে শুরু হয় নজিরবিহীন জটিলতা। তৃণমূলের অভিযোগ, এর মূলে রয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনখড়। যদিও সবশেষে, এবার ভালো খবর। এবার বালিগঞ্জ বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন একসময়ের প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। বালিগঞ্জবাসীর জন্য পরিষেবা দিতে উদ্রগীন হয়ে আছেন বাবুল।

আরও পড়ুন, আজ সকাল থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, আগামী ২৪ ঘন্টায় প্রবল বর্ষণ উত্তরবঙ্গের ৫ জেলায়

আরও পড়ুন, 'দুর্যোগ নিয়ে রাজনীতি নয়', শাহ-র ডোজের পরেই ঘূর্ণিঝড়ে মমতার সরকারকে সাহায্য বার্তা শুভেন্দুর

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
রাতে কি ঘটেছিল! দেহের পাশ থেকে মিলেছে...পরিবারের গুরুতর অভিযোগ! | Krishnanagar | Shantipur