বালিগঞ্জে বাবুলের সঙ্গে জোর টক্কর সায়রার, বুদ্ধদেবের ওয়ার্ডে তৃণমূলকে হারালেন এই বাম প্রার্থী

বালিগঞ্জে বাবুলের সঙ্গে জোর টক্কর সায়রার। বুদ্ধদেবের ওয়ার্ডে তৃণমূলকে হারালেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। এদিন ভোট গণনার শুরুতেই ফুল ফর্মে সায়রা।

বালিগঞ্জে বাবুলের সঙ্গে জোর টক্কর সায়রার। বুদ্ধদেবের ওয়ার্ডে তৃণমূলকে হারালেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম।এদিন ভোট গণনার শুরুতেই বালিগঞ্জে ১৩ হাজার ভোটে এগিয়ে  যখন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, তখনই বালিগঞ্জে দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআইএম পার্থী সায়রা শাহ হালিম। তারপর কংগ্রেস প্রার্থী পেরিয়ে চতুর্থ স্থানে ছিলেন বিজেপি প্রার্থী। যদিও পরের দশম রাউন্ডের পরে কংগ্রেসকে টপকে বিজেপি এগিয়ে আসে। তবে সায়রাকে টপকাতে পারেনি বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।প্রথমবার উপনির্বাচনের দাঁড়িয়ে প্রায় হেভিওয়েট বাবুলের সমানে সমানে একা হাতেই ব্যাটিং করলেন  বাম প্রার্থী সায়রা শাহ হালিম।

বুদ্ধদেবের ওয়ার্ডেও তৃণমূলকে হারিয়ে দেন এই বামপ্রার্থী

Latest Videos

এদিন ১২ রাউন্ড শেষে তৃণমূলের বাবুল সুপ্রিয়োর প্রাপ্ত ভোট গিয়ে দাঁড়ায় ৩৩ হাজার ৬৬০ এবং সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রাপ্ত ভোট ২৫ হাজার ৪৭৩ ভোট। এবং বুদ্ধদেবের ওয়ার্ডেও তৃণমূলকে হারিয়ে দেন এই বামপ্রার্থী। এবং কংগ্রেসকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসে এবার বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৩৮।বলতে গেলে একুশের বিধানসভা ভোটে বামেদের অনেক নতুন মুখই দেখা গিয়েছিল প্রার্থী পদে। তবে এভাবে সায়রার মতো লড়াই করতে দেখা যায়নি। উল্লেখ্য, বালিগঞ্জে সংখ্যালঘু অধ্যুষিত ৬৪ এবং ৬৫ নং ওয়ার্ডে পিছিয়ে গেল তৃণমূল। বালিগঞ্জ উপনির্বাচনে এটা নিঃসন্দেহে বড় ধাক্কা।

আরও পড়ুন, আসানসোলে হাড্ডাহাড্ডি লড়াই অগ্নিমিত্রা-শত্রুঘ্নর, বিজেপির ধারবাহিকতা বজায় থাকবে কি

প্রসঙ্গত, বালিগঞ্জ উপনির্বাচনের আগেই বাড়ি বাড়ি প্রচার পর্ব চলাকালীনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতেও হয়েছিলেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।  তিনি পৌছে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নী মীরা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন  বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। সায়রা জানান, উপনির্বাচনে তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী  মীরা ভট্টাচার্য তাঁকে শুভকামনা জানিয়েছেন। তাঁরা বলেছেন, 'লড়াই জারি রাখো।আমরা তোমার সঙ্গে আছি।'

আরও পড়ুন, বালিগঞ্জে গণনার শুরুতেই এগিয়ে বাবুল, ধার ঘেষে বেরোল দিলীপের তোপ

আৎও পড়ুন, নাবালিকাকে বাড়িতে ডেকে গোপনাঙ্গ স্পর্শ প্রতিবেশীর, হাঁসখালির পর উত্তাল এবার একাবালপুর

উল্লেখ্য, সমাজকর্মী হিসেবে পরিচিত  বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে নিয়ে ইতিমধ্য়েই সাড়া পেলে দিয়েছে বামেরা। সম্প্রতি একটি ভিডিও বার্তায় ভাইজি সায়রার সমর্থনে একটি ভিডিও আপলোড করেন নাসিরউদ্দীন শাহ। নাসির উদ্দীন শাহ বলেন, 'আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই। সম্পূর্ণ ব্যক্তিগত তাগিদে ভোট চাইছি। আমি আপনাদের সামনে সম্পূর্ন ব্যাক্তিগত বোধের উপর নির্ভর করে বালিগঞ্জ উপনির্বাচনে সায়রা শাহ হালিমকে সমর্থন করার আবেদন জানাচ্ছি।  পারিবারিক সম্পর্ককে একপাশে সরিয়ে রেখে বলতে চাই, আমি তাঁকে সবসময় একজন সাহসী, দায়বদ্ধ, সৎ, সংবেদনশীল মানুষ হিসেবে দেখে এসেছি। ওদের সহমর্মিতা বোধ আছে।' আর এবার সেই কথাই সত্যি হল উপনির্বাচনের ফলাফলে। তৃণমূলের ঠিক পরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সায়রা শাহ হালিম।

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury