বালিগঞ্জে গণনার শুরুতেই এগিয়ে বাবুল, ধার ঘেষে বেরোল দিলীপের তোপ

বালিগঞ্জের শুরুতেই এগিয়ে গেলেন বাবুল, লিড ২১৭০ ভোটের ।  যদিও গণনা শুরুর আগেই বাবুলকে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  

বালিগঞ্জের শুরুতেই এগিয়ে গেলেন বাবুল, লিড ২১৭০ ভোটের । পোস্টাল ব্যালটের প্রথম রাউন্ড গণনা শেষে ২১৭০ ভোটে এগিয়ে রয়েছেন বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। যদিও গণনা শুরুর আগেই বাবুলকে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ভেবেছিলাম সুব্রত মুখোপাধ্যায়ের রেকর্ডটা উনি ভাঙবেন।কমবার কি উনি ভোটে লড়ছেন নাকি, প্রত্যেক এপ্রিল মে মাসেই ভোট হয়। ৮০ শতাংশের উপর ভোট হয় পশ্চিমবঙ্গে। সেখানে ৪০ শতাংশ ভোট পড়েছে। তারমানে মানুষ তাঁকে পছন্দ করছেন না।'

'বাবুল সুপ্রিয় তার মেরুদণ্ড সোজা রেখেছেন'

Latest Videos

প্রসঙ্গত, প্রায় ৭৩ হাজার ভোটে জিতেছিলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এছাড়া পুরভোটেও সব ওয়ার্ডে বিরাট বড় ব্যাবধানে একের পর এক জয় এনেছে তৃণমূল। অপরদিকে আসানসোল লোকসভা কেন্দ্রে আসন ২০১৪ এবং ২০১৯ সালে দুবাই জিতে নিয়েছে বিজেপি। বাবুলের দক্ষতা তাতে অন্যমাত্রা যোগ করেছিল। সুতরাং তৃণমূল যোগদানের পর প্রায় সবার মুখে সেই কলকাতা পুরভোটের থেকেই একটাই প্রশ্ন ছিল, কোন কেন্দ্র থেকে দাঁড়াবে বাবুল। কিন্তু ভোটের পর ভোট গেলেও বাবুলের প্রার্থী পদের কোনও খবর না পাওয়ায় তোপও দেগেছিল পদ্ম শিবির। তবে যে দুইবারের জয়ী বাবুলকে যে এবার বালিগঞ্জ বিধানসবা উপনির্বাচন থেকে লড়াই নামাবে তৃণমূল, তা বোধয় কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি।ঘটনা প্রসঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেছেন, 'বাবুল সুপ্রিয় তার মেরুদণ্ড সোজা রেখেছেন।' উল্লেখ্য বাবুলের আগের পরিচয় অর্থাৎ বিজেপির সময়ের ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা তার বিরুদ্ধে প্রচার চালালেও বাবুলের সবচেয়ে বড় ভরসা তৃণমূলের সংগঠন।

আরও পড়ুন, আজ বালিগঞ্জ ও আসানসোলের গণনা, উপনির্বাচনের ফলাফল ঘোষণা করবে কমিশন, কড়া নিরাপত্তায় স্ট্রং রুম 

আরও পড়ুন, হোটেল থেকে বিজেপি কর্মীদের আটকের অভিযোগ, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ অগ্নিমিত্রাদের

দ্বিতীয় রাউন্ড শেষে  ৪০০০ ভোটে এগিয়ে বাবুল, ছাপ্পা  পড়লে ৪১ শতাংশে কেন আটকে থাকবে- প্রশ্ন বাবুলের

এই মাত্র পাওয়া খবরে, ক্রমশ লিড বাড়াচ্ছেন বাবুল। দ্বিতীয় রাউন্ড শেষে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ৪০০০ ভোটে এগিয়ে।এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন, 'সব সময় আমি কাউন্টার সেন্টারে থাকি। সংগঠনের ছেলে মেয়েরা সারা বছর অনেক খাটা খাটনি করে। তাই আমি মনে করি তাঁদের পাশে থাকা আমার কর্তব্য। আমি গ্যারান্টি দিচ্ছি কোনও রকম ভোট পরবর্তী হিংসা হবে না। ছাপ্পা যদি সত্যি পড়ত, তাহলে ৪১ শতাংশে কেন আটকে থাকবে। বিরোধীরা যা হোক অভিযোগ করবে, আমি তাতে উত্তর দিতে ইচ্ছুক নই।'

 আরও পড়ুন, টেস্ট টিউব বেবি এবার সরকারি হাসপাতালে, আগামী সপ্তাহেই শুরু মমতার স্বপ্নের প্রকল্প এসএসকেম-এ

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla