পর পর দুদিন বিজয়ার শুভেচ্ছা জানালেন রাজ্যপাল, এবার একেবারে বাংলা ভাষায়

Published : Oct 26, 2020, 04:51 PM ISTUpdated : Oct 26, 2020, 07:30 PM IST
পর পর দুদিন বিজয়ার শুভেচ্ছা জানালেন রাজ্যপাল, এবার একেবারে বাংলা ভাষায়

সংক্ষিপ্ত

২৪ ঘন্টায় দ্বিতীয়বার বিজয়ার শুভেচ্ছা জানালেন জগদীপ ধনখর এবার বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কী বললেন তিনি

ফের বিজয়ার শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর। এবার বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা জানালেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যপাল লেখেন, 'প্রথমসেবক হিসাবে রাজ্যবাসীকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আসুরিক শক্তির বিনাশ হোক, বাংলা নবশক্তির  উন্মেষবিন্দু হিসাবে প্রতিষ্ঠা পাক।'

একই সঙ্গে রাজ্যপাল ধনখর লিখেছেন, 'মিথ্যাচার থেকে সত্যের পথ, ক্ষমতাপিপাসা থেকে সেবা, অনাচার থেকে সদাচার, অন্ধ মোহ থেকে মুক্তির পথে মা দুর্গা বাংলাকে নিয়ে যান, এই কামনা করি।'

করোনাভাইরাস অতিমারির ভয়ের মধ্যেই পুজো। সংকট যাতে আর না বাড়ে, সেই কথা মাথায় রেখে মহামান্য আদালতের নির্দেশে বন্ধ ছিল সমস্ত মণ্ডপে প্রবেশপথ। সব মিলিয়ে এই বছরের দুর্গাপুজোতে সেই ভাবে মাততে পারেননি রাজ্যের মানুষ। সেই করোনা অতিমারির সংকট থেকে মা দুর্গার কাছে মুক্তির আহ্বান-ও করেছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, 'করোনার থাবামুক্ত বাংলায় আগামীর জয়ধ্বনি হোক, জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসুক দেশ —মহাশক্তির কাছে এই প্রার্থনা। মা মঙ্গল করুন, শান্তি ও স্বস্তি বিরাজমান করুন।'

তবে একদিন আগেই মহানবমীর দিনই বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর। একদিন আগে করা রাজ্যপালের ওই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যদিও, অনেকে রাজ্যপালের পক্ষ নিযে জানিয়েছিলেন তিথি অনুযায়ী রবিরার সকালই মহাদশমী শুরু হয়ে গিয়েছিল। নবমীর দিন করা টুইটে রাজ্যপাল অতিমারির খারাপ প্রভাবের হাত থেকে সকলকে রক্ষা করার এবং সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি, এবং সুখ আসার কামনা করেছিলেন।

বিতর্কের জবাব দিতেই যেন ২৪ ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখর। তাও আবার বাংলা ভাষায়, সকলের বোঝার মতো করে। তাই বলে একদিন আগে করা টুইট তিনি মুছে দেননি। 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর