রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৯ ও মৃত ৫, শুক্রবার নবান্নে জানালেন মুখ্যসচিব

Published : Apr 10, 2020, 06:36 PM IST
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৯  ও মৃত ৫, শুক্রবার নবান্নে জানালেন মুখ্যসচিব

সংক্ষিপ্ত

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে   করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন   করোনায় আক্রান্ত হয়ে  ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে  শুক্রবার নবান্নে এই তথ্য় জানিয়েছেন মুখ্যসচিব 

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। বাংলায় এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। শুক্রবার নবান্নে জানিয়েছেন মুখ্যসচিব রাজীবা সিনহা।

 আরও পড়ুন, এমআর বাঙ্গুরের আইসোলেশন ওয়ার্ডে ৫ রোগীর মৃত্যু, কারণ জানতে অপেক্ষা নমুনা পরীক্ষার রিপোর্টের

সূত্রের খবর, রাজ্যে নতুন করে আরও ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই অবধি করোনা আক্রান্ত হয়ে রাজ্যে  মৃত্যু হয়েছে ৫ জনের। অডিট কমিটির রিপোর্ট অনুযায়ী করোনায় মৃত্যু নিয়ে এই তথ্য জানাল রাজ্য সরকার। বৃহস্পতিবারের পর রাজ্যে আরও ১২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।

আরও পড়ুন, রাজ্যেই বানাবে এবার করোনার ওষুধ, হাইড্রক্সিক্লোরোকুইন তৈরী করবে 'বেঙ্গল কেমিক্যাল'

 অপরদিকে করোনা আতঙ্কের মধ্য়েই সুখবর। রাজ্যে মোট  ৮৯ জন করোনা আক্রান্তের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি রাজ্যে নতুন আরও ২০টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইন চালু রয়েছে। ওই সেন্টারগুলিতে ৪৮৩০ জনকে রাখা হয়েছে। ইতিমধ্যেই সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ৪৫০ জন বাড়ি ফিরে গিয়েছেন। 
 

 

এনআরএস-র আরও ৪৩ জন স্বাস্থ্য কর্মীর রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ

করোনার রোগী সন্দেহে বৃদ্ধকে বেধড়ক মার, স্যালাইনের চ্যানেল করা হাতে দড়ি পড়ালো মানিকতলাবাসী

করোনায় আক্রান্ত এবার কলকাতার ২ ফুটপাথবাসী, হোম কোয়ারেন্টাইনে উদ্ধারকারীরা

PREV
click me!

Recommended Stories

চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ
SIR ফর্ম জমার শেষ দিনেও এনুমারেশন ফর্ম ফিলআপ করলেন না মমতা! কী হতে পারে?