'বিরোধীদের কণ্ঠ রোধ করছে তৃণমূল সরকার', বিধানসভায় বিএ কমিটির বৈঠক বয়কট BJP-র

Published : Jul 08, 2021, 03:02 PM ISTUpdated : Jul 08, 2021, 03:31 PM IST
'বিরোধীদের কণ্ঠ রোধ করছে তৃণমূল সরকার', বিধানসভায় বিএ কমিটির বৈঠক বয়কট BJP-র

সংক্ষিপ্ত

'বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না' বিধানসভায় বিএ কমিটির বৈঠক বয়কট বিজেপির  দুটি ইস্যুতে  মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি   বৃহস্পতিবার দুটি প্রস্তাবই খারিজ করেন বিধানসভার অধ্যক্ষ     

বিধানসভায় বিএ কমিটির বৈঠক বয়কট বিজেপির। ভোট পরবর্তী হিংসা এবং ভুয়ো ভ্য়াকসিন নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি।  বৃহস্পতিবার সেই দুই প্রস্তাবই খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়। আর এর জেরেই বিএ কমিটির বৈঠক বয়কট করেছে বিজেপি।  এরপরেই  বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি।

 

 

আরও পড়ুন, 'রিসাইকেলিং হয়েই থাকে', বাংলার ৪ কেন্দ্রীয় মন্ত্রী হবার পর কাকে সান্ত্বনা দিলেন দিলীপ ঘোষ


বিধানসভার কর্মসূচি ঠিক করার জন্যই মূলত এই বৈঠক। তবে এই বৈঠকে কোনও বিধায়ক থাকবে না বলে জানিয়েছে গেরুয়া শিবির। তাঁদের দাবি, বিরোধীদের কন্ঠরোধ করছে তৃণমূল সরকার। অভিযোগ, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই মুলতুবি প্রস্তাব আনেন তাঁরা। কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। উল্লেখ্য, এর আঘে ভোট পরবর্তী হিংসার প্রস্তাবও বাতিল হয়ে গিয়েছিল। এরপরই বিএ কমিটির বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। এদিন দুপুরেই রয়েছে সেই কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 'কথা বলারই যখন অধিকার নেই, তখন বৈঠকে থেকে কী হবে', বলেন বিজেপি বিধায়করা।  

আরও পড়ুন, 'তুমি আর আমি লেখা আছি তারায় তারায়', শোভেন জন্মদিনে শুভেচ্ছা জানালেন বৈশাখী

 

 

এদিন সরকারি প্রকল্প নিয়ে বিধানসভায় প্রশ্ন তোলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। পাশাপাশি রাজ্য বাজেট নিয়ে আলোচনা করেন তিনি। তাঁর মতে, রাজ্য বাজেটে বিভ্রান্তি রয়েছে। তাঁর দাবি, সরকারি প্রকল্পগুলিতে দুর্নীতি হচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের সুবিধা কারা পেয়েছেন, সেই তালিকা প্রকাশ করতে বলেছেন তিনি। তিনি আরও বলেছেন, মানুষ শুধুমাত্র ত্রাণ চায় না। চায় পরিত্রাণ।'

 

 আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
click me!

Recommended Stories

রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে